নিসান মোটরে ছাঁটাইয়ের আশঙ্কা। ব্যাপক আকারে কর্মীসংখ্যা হ্রাস করতে উদ্যোগী হয়েছে এই জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থা। এর ফলে বিশ্বব্যাপী চাকরি হারাতে পারেন ১০ হাজারের বেশি কর্মী। এর আগে ২০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করে নিসান। অর্থাৎ, এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ কর্মীসংখ্যা কমাতে চাইছে এই জাপানি সংস্থা, জানিয়েছে এনএইচকে নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা হল নিসান। এর সবচেয়ে বড় বাজার রয়েছে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু এই দুই দেশে গাড়ি বিক্রির পরিমাণ কমায় বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে নিসান। সেই কারণে জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থাটি কর্মীসংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে সরকারি ভাবে মুখ খোলেনি নিসান।
আরও পড়ুন:
চলতি বছরের ৬ মে গত আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) ফলাফল প্রকাশ করে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা। এ বছরের এপ্রিলেই রেকর্ড লোকসানের আশঙ্কার ইঙ্গিত দিয়েছিলেন নিসানের কর্তাব্যক্তিরা। তাঁদের রিপোর্টে ২০২৩-’২৪ আর্থিক বছরের নিরিখে ক্ষতির অঙ্ক ৭০ হাজার কোটি ইয়েন থেকে বেড়ে ৭৫ হাজার কোটি ইয়েনে পৌঁছোতে পারে বলে ইঙ্গিত ছিল। বাস্তবে ঠিক তেমন চিত্রই দেখা গিয়েছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে হাইব্রিড মডেলের গাড়ি নিয়ে আসে নিসান। কিন্তু, আমেরিকায় সেটা তেমন জনপ্রিয়তা পায়নি। একই কথা চিনের বাজারের ক্ষেত্রেও সত্যি। সেখানে ক্রেতাদের মন জয় করতে আগামী দিনে অন্তত ১০টি নতুন মডেলের গাড়ি বাজারে আনার পরিকল্পনা রয়েছে জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থাটির।
গত বছরের মার্চে ১ লক্ষ ৩৩ হাজারের বেশি কর্মীসংখ্যা ছিল নিসানের। ২০২৪ সালের নভেম্বরে ন’হাজার কর্মীকে ছাঁটাই করে এই জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থা। এর পরই বিশ্বব্যাপী কর্মীসংখ্যা ২০ শতাংশ হ্রাস করার কথা ঘোষণা করে তারা। চলতি বছরের জুনের মধ্যে তাইল্যান্ডের একটি এবং পরবর্তী সময়ে আরও দু’টি কারখানা বন্ধ করার বিষয়ে চিন্তাভাবনা করছে নিসান।
এ ছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে সংশ্লিষ্ট সংস্থার বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি নির্মাণের জন্য ১১০ কোটি ডলার ব্যয়ে একটি কারখানা তৈরির কথা ছিল। এর জন্য সরকার থেকে ভর্তুকি পেতেন তারা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল করেছে নিসান।