Advertisement
০৬ মে ২০২৪

বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা নেই এখনই, দাবি গাড়ি সংস্থার

বাংলাদেশে পরপর জঙ্গি হামলা সত্ত্বেও সেখানে ব্যবসা করা নিয়ে এখনই চিন্তিত নয় হিন্দুজা গোষ্ঠীর বাণিজ্যিক গাড়ি সংস্থা অশোক লেল্যান্ড। বাণিজ্যিক গাড়ি রফতানির সূত্রেই বাংলাদেশের সঙ্গে লেনদেন রয়েছে সংস্থার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০১:৩৩
Share: Save:

বাংলাদেশে পরপর জঙ্গি হামলা সত্ত্বেও সেখানে ব্যবসা করা নিয়ে এখনই চিন্তিত নয় হিন্দুজা গোষ্ঠীর বাণিজ্যিক গাড়ি সংস্থা অশোক লেল্যান্ড। বাণিজ্যিক গাড়ি রফতানির সূত্রেই বাংলাদেশের সঙ্গে লেনদেন রয়েছে সংস্থার।

সম্প্রতি তাঁদের নতুন ট্রাক্টর ‘ক্যাপটেন ৪০আইটি’ বাজারে আনার কথা কলকাতায় জানিয়েছে সংস্থা। তারই ফাঁকে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের বাজার নিয়ে ওই কথা জানান সংস্থার পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির বাজারের বিপণন ম্যানেজার শুভেন্দু মৈত্র। তিনি বলেন, ‘‘বছরে প্রায় ৪০০০টি বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে পাঠাই। জঙ্গি হামলার জেরে তা মার খাবে বলে মনে হয় না।’’ কারণ বাংলাদেশের ব্যবসায়ী মহল এতে প্রভাবিত হবে না বলেই মনে করছেন তাঁরা। তবে এর আগে দীর্ঘ দিন ধরে যখন সেখানে ধর্মঘট চলেছিল, তখন অশোক লেল্যান্ডের ব্যবসায় তা ছাপ ফেলেছিল। সে কথা জানিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘তখন রফতানি ৩০০০-এ নেমে এসেছিল।’’

দেশের বাজারে এ বার ট্রাক্টর ব্যবসায় ২৫% বিক্রি বাড়বে বলে আশা সংস্থাটির। তিনি জানান, গত বছর গোটা দেশের প্রায় ৪১ হাজার ট্রাক্টর বিক্রি হয়েছিল। এর মধ্যে তাঁদের ভাগ ২৩.৮%। সার্বিক ভাবেই এ বার ট্রাক্টর ব্যবসা ১৫% বাড়বে বলে আশা এই শিল্পের। গোটা পূর্বাঞ্চলে গত অর্থবর্ষে বিক্রি হওয়া ৩৫০০টি ট্রাক্টরের মধ্যে অশোক লেল্যান্ড ৮০০টি বিক্রি করেছে। শুভেন্দুবাবু বলেন, ‘‘এ বার তা দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh car manufacturing company
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE