চেক জমা পড়ার তিন ঘণ্টার মধ্যে তা ভেঙে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার ব্যবস্থা এ মাসের গোড়ায় চালুর নির্দেশ দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। কিন্তু অভিযোগ ওঠে, বহু ব্যাঙ্কেই সেই সুবিধা পাওয়া যাচ্ছে না। বরং আরও দেরি হচ্ছে। এই অবস্থায় এই সুবিধা চালুর সময় পিছিয়ে দেয় শীর্ষ ব্যাঙ্ক। জানায়, আপাতত জমা পড়ার দিনেই চেক ভেঙে টাকা অ্যাকাউন্টে পড়বে। আজ আর্থিক লেনদেন সংক্রান্ত নিয়ন্ত্রক এনপিসিআই জানাল, প্রকল্প চালুর সময়ে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়। সেই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগে চেক জমা পড়ার দু’দিনের মধ্যে তা ভাঙত।
আজ এনপিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘‘বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তবে প্রযুক্তি, কেন্দ্রীয় ব্যবস্থা এবং কয়েকটি ব্যাঙ্কে কিছু সমস্যা এখনও রয়েছে। তার সমাধানের চেষ্টা চলছে, যাতে চেক জমা পড়ার দিনেই তা ভাঙানো নিশ্চিত করা যায়।’’ নিয়ন্ত্রক জানিয়েছে, এই দফায় ২.৫৬ কোটি চেক ভাঙানো হয়েছে। মোট আর্থিক অঙ্ক ৩.০১ লক্ষ কোটি টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)