Advertisement
১০ মে ২০২৪

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র হাতে নিচ্ছে এন টি পি সি

পুরুলিয়ায় ডিভিসি-র রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি খুব শীঘ্রই অধিগ্রহণ করতে চলেছে এনটিপিসি। এ নিয়ে সংস্থা কর্তৃপক্ষ তাঁদের পরিচালন পর্ষদের কাছে প্রস্তাব পেশ করতে চলেছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৫৩
Share: Save:

পুরুলিয়ায় ডিভিসি-র রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি খুব শীঘ্রই অধিগ্রহণ করতে চলেছে এনটিপিসি। এ নিয়ে সংস্থা কর্তৃপক্ষ তাঁদের পরিচালন পর্ষদের কাছে প্রস্তাব পেশ করতে চলেছেন। বৃহস্পতিবার কলকাতায় এনটিপিসি চেয়ারম্যান অরূপ রায়চৌধুরী জানান, খুব শীঘ্রই তাঁরা রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি (৬০০ মেগাওয়াট) অধিগ্রহণ করতে চলেছেন। পরিচালন পর্ষদের অনুমোদনের জন্য প্রস্তাবটি পেশ করা হবে।

তাপবিদ্যুৎ কেন্দ্রটি অধিগ্রহণের ব্যাপারে এনটিপিসি-কে প্রস্তাব দেয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। এক দিকে অর্থ সঙ্কট, অন্য দিকে পেশাদারিত্বের অভাবে ডিভিসি প্রকল্পটি শেষ করতে পারছিল না বলেই কেন্দ্র এই প্রস্তাব দেয়। এন টি পি সি সূত্রে খবর, তাপবিদ্যুৎ কেন্দ্রটি লাভজনক হবে কি না, তা খতিয়ে দেখেই সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। রঘুনাথপুরে প্রথম ধাপে ডিভিসি-র ৬০০ মেগাওয়াট করে দু’টি ইউনিট গড়ে তোলার কথা ছিল, যার মধ্যে প্রথম ইউনিটটি তৈরি হয়ে গিয়েছে। ডিভিসি কর্মীরা অবশ্য প্রথম থেকেই অধিগ্রহণের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE