Advertisement
১৯ মে ২০২৪

ভারতে বৈদ্যুতিক গাড়ি আনতে তৈরি ওলা

ভারতে শীঘ্রই পরীক্ষামূলক ভাবে প্রথম বার বৈদ্যুতিক গাড়ি চালু করবে ওলা। আগামী মাসে নাগপুরের মতো শহরে সেই প্রকল্প চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০২:৪৬
Share: Save:

ভারতে শীঘ্রই পরীক্ষামূলক ভাবে প্রথম বার বৈদ্যুতিক গাড়ি চালু করবে ওলা। আগামী মাসে নাগপুরের মতো শহরে সেই প্রকল্প চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। ওলার সিইও এবং অন্যতম প্রতিষ্ঠাতা ভবিষ অগ্রবাল জানিয়েছেন, ভারতের শহরগুলিতে এই বছরেই প্রথম বৈদ্যুতিক গাড়ি চালুর লক্ষ্যে এগোচ্ছেন তাঁরা। তবে এর থেকে বেশি কিছু বলতে রাজি হননি তিনি। অগ্রবালের দাবি, ‘‘বৈদ্যুতিক গাড়ি এ দেশের গোটা পরিবহণ ব্যবস্থাকেই আমূল বদলে দিতে পারে। কারণ এ ক্ষেত্রে গাড়ি চালানোর খরচ অনেকটাই কম।’

প্রসঙ্গত, ওলার অন্যতম বড় শেয়ারহোল্ডার জাপানের সফটব্যাঙ্ক। তার চেয়ারম্যান মাসায়োশি সন গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, পাঁচ বছরের মধ্যে ভারতে ১০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি
চালু করতে পারে ওলা।

ভারতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়াতে কেন্দ্র ভর্তুকির সুযোগ দেয়। তবু বিক্রি এখনও তেমন বাড়েনি। এই পরিস্থিতিতে ওলার বৈদ্যুতিক গাড়ি চালু করার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যা এই গাড়ির চাহিদা বাড়াবে বলেও একাংশের ধারণা। তবে এ দেশে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার কেন্দ্রের অভাব যে সংস্থার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, সে কথাও মনে করিয়ে দিচ্ছে গাড়ি শিল্পমহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ola
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE