স্টার্ট আপ বা নতুন উদ্যোগগুলির দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং উদ্ভাবনী শক্তির কারণেই আগামী ১০ বছরের মধ্যে এই ক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম সারিতে ঠাঁই পাবে, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার ‘স্টার্ট আপ ইন্ডিয়া’-র অনুষ্ঠানে এ জন্য তিনি ডাক দিলেন গোটা দেশকে।
মোদী নতুন সংস্থাগুলিকে জোর দিতে বলেছেন নতুন নতুন চিন্তা, সমস্যার সমাধান এবং গুণগত মানে। উৎপাদন এবং গবেষণার কাজেও মনোযোগী হতে বলেছেন। তাঁর বার্তা, ‘‘আজকের গবেষণাই আগামীতে মেধা সম্পদে পরিণত হবে। যে কারণে কেন্দ্র আর্থিক সুবিধাও দিচ্ছে। সাফল্যের মুখ দেখছে বহু ছোট নতুন উদ্যোগও।’’ সাফল্যের খতিয়ান তুলে ধরতে প্রধানমন্ত্রী জানান, ২০১৪-এ দেশে নতুন উদ্যোগ ছিল ৫০০টি। এখন ২ লক্ষ ছাপিয়েগিয়েছে। তার মধ্যে ১২৫টি ‘ইউনিকর্ন’। অর্থাৎ, মূল্যায়ন ১০০ কোটি ডলারের বেশি।
গত বছর রাজ্যগুলির স্টার্ট আপে সাফল্য তুলে ধরতে এ দিন একটি মূল্যায়নের রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে বিভিন্ন মাপকাঠিতে সেরা হয়েছে গুজরাত, অন্ধ্রপ্রদেশ, গোয়া, হিমাচলের মতো রাজ্যকে। তবে তাতে অংশ নেয়নিপশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)