Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জানুয়ারি পার পুরনো প্যাকেও

ইঙ্গিত মিলেছিল বুধবারই। তা মিলিয়ে কেব্‌ল টিভি ও ডিটিএইচ পরিষেবায় বর্তমানে চালু টিভি দেখার ব্যবস্থার সময়সীমা বাড়ল। নতুন নিয়ম নিয়ে চরম বিভ্রান্তি যার কারণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ০১:৪৭
Share: Save:

ইঙ্গিত মিলেছিল বুধবারই। তা মিলিয়ে কেব্‌ল টিভি ও ডিটিএইচ পরিষেবায় বর্তমানে চালু টিভি দেখার ব্যবস্থার সময়সীমা বাড়ল। নতুন নিয়ম নিয়ে চরম বিভ্রান্তি যার কারণ। মাল্টি-সিস্টেম অপারেটর (এমএসও) ও লোকাল কেব্‌ল অপারেটরদের (এলসিও) দাবি, বৃহস্পতিবার সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে বৈঠকের পরে ৩১ জানুয়ারি পর্যন্ত পুরনো পদ্ধতিতে চ্যানেল দেখার বিধি চালু রাখতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। সময়সীমা বৃদ্ধি নিয়ে ট্রাই অবশ্য মন্তব্য করেনি।

এ দিন এমএসও সিটি কেব্‌লের ডিরেক্টর সুরেশ শেঠিয়া জানান, গ্রাহকের পছন্দ অনুযায়ী এমএসও এবং এলসিওদের ১ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি নতুন নিয়মে পরিষেবা চালুর বন্দোবস্ত করতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত পুরনো ব্যবস্থার চ্যানেলগুলিও চালু থাকবে। সরকারি ভাবে এ দিন ট্রাই এ সব নিয়ে মুখ না খুললেও, রাতে সুরেশের দাবি, ট্রাই তাঁদের ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cable Package MSO LCO TRAI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE