ডোনাল্ড ট্রাম্পের শুল্কে বেসামাল বিশ্বের অন্যতম বৃহৎ দৈনন্দিন ব্যবহারের ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রোক্টর অ্যান্ড গ্যাম্বেল (পিঅ্যান্ডজি)। সংস্থাটি জানিয়েছে, দু’বছরের মধ্যে বিশ্ব জুড়ে ৭০০০ কর্মী কমাবে তারা। যা তাদের মোট কর্মী সংখ্যার ৬%। এর কারণ মূলত আমেরিকার শুল্কনীতির জেরে মাথা তোলা অনিশ্চয়তায় বিভিন্ন দেশে বেশ কিছু পণ্যের চাহিদা কমে যাওয়া। উল্লেখ্য, পিঅ্যান্ডজি আমেরিকারই বহুজাতিক সংস্থা। তারা স্বল্পমেয়াদি ভোগ্যপণ্য তৈরি করে। উল্লেখযোগ্য— প্যাম্পার্স, এরিয়াল, টাইড, হুইসপার, জিলেট, ভিক্স, ওরাল-বি, ওল্ড স্পাইস, হেড অ্যান্ড শোল্ডার্স ইত্যাদি।
সমস্যায় পড়েছে আর এক ভোগ্যপণ্য সংস্থা, ব্রিটেনের ইউনিলিভারও। যাদের পণ্যের তালিকায় রয়েছে, ডাভ, লাইফবয়, রেক্সনা, লাক্স, সানলাইট, সানসিল্ক, নর, কমফর্ট, হেলম্যানস ইত্যাদি। তারা কর্মী ছাঁটাই নিয়ে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা হঠাৎ করে আশঙ্কাজনক করে তুলেছে হিসাবের খাতা। সংস্থাগুলি মূলত চিন থেকে কাঁচামালের বড় অংশ কেনে। ইতিমধ্যেই বসা ন্যূনতম শুল্কে তাই তাদের উৎপাদনের খরচ বেড়ে গিয়েছে। তবে চিনা পণ্যে ট্রাম্পের বসানো ১৪৫% বাড়তি শুল্ক এখন স্থগিত। তা চালু হলে কী হবে, উঠছে প্রশ্ন। সে ক্ষেত্রে বহু সংস্থার কয়েক গুণ চড়ে যাওয়া খরচ আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের বড় অংশ।
এই পরিস্থিতিতে বেশির ভাগ ভারতীয় ভোগ্যপণ্য সংস্থার দাবি, বাজারে ঢিমে চাহিদার সমস্যা তাদের একাংশকে ভোগাচ্ছে বটে। তবে আমেরিকার শুল্কের প্রভাব তেমন পড়ছে না। বরং আরও সুদ কমলে, বর্ষা ভাল হলে বিক্রিবাটা বাড়তে পারে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর, শুল্ক যুদ্ধের ধাক্কায় সংস্থাগুলির খরচ ৩.৫ কোটি ডলার (প্রায় ৩০০.৩ কোটি টাকা) পর্যন্ত বাড়তে পারে। ফলে পণ্যের দাম বৃদ্ধি কিংবা বহু পণ্য বিক্রি বন্ধ করে খরচের দিকটা আলাদা করে নজর দিতে হবে ওই সব সংস্থাকে। বর্তমানে পিঅ্যান্ডজি-র মোট কর্মী ১.০৮ লক্ষ। তার মধ্যে পণ্য তৈরির কর্মকাণ্ডে জড়িত না থাকাদের মধ্যে থেকেই মূলত কর্মী কমানোর পরিকল্পনা। যা এই অংশে নিযুক্তদের প্রায় ১৫%। একটি সূত্রের অবশ্য দাবি, ছাঁটাই শুধু শুল্কের কারণে নয়। খরচ কমাতে এই পরিকল্পনা আগেই করা হয়েছিল। তাতে জ্বালানি জুগিয়েছে ট্রাম্পের উস্কে দেওয়া শুল্ক যুদ্ধ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)