Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গ্যালাক্সি নোট-৭ বিমানে ব্যবহার না-করার সুপারিশ

এ বার বিমানের মধ্যে স্যামসাঙের ‘গ্যালাক্সি নোট-৭’ স্মার্ট ফোন চালু না-করতে ও চার্জ না-দিতে যাত্রীদের পরামর্শ দিল বিমান পরিবহণ সংক্রান্ত নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। ব্যাটারি সমস্যার জন্য গত সপ্তাহেই বিশ্ব জুড়ে ফোনটি ফেরানোর কথা জানিয়েছে দক্ষিণ কোরীয় সংস্থাটি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৪
Share: Save:

এ বার বিমানের মধ্যে স্যামসাঙের ‘গ্যালাক্সি নোট-৭’ স্মার্ট ফোন চালু না-করতে ও চার্জ না-দিতে যাত্রীদের পরামর্শ দিল বিমান পরিবহণ সংক্রান্ত নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। ব্যাটারি সমস্যার জন্য গত সপ্তাহেই বিশ্ব জুড়ে ফোনটি ফেরানোর কথা জানিয়েছে দক্ষিণ কোরীয় সংস্থাটি। ভারতেও সেটি বাজারে আনার দিন পিছিয়ে দিয়েছে সংস্থা। এই অবস্থায় এক বিজ্ঞপ্তি জারি করে চেক-ইন ব্যাগে ফোনটি না-রাখার পরামর্শ দিয়েছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক।

প্রসঙ্গত, চার্জ দেওয়ার সময়ে ফোনটিতে বিস্ফোরণ হচ্ছে বলে খবর এসেছে বিভিন্ন দেশ থেকেই। ভারতেও সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এখনও সারা বিশ্বে ৩৫টি ঘটনার কথা জানা গিয়েছে। ব্যাটারিকেই এই সমস্যার মূল কারণ বলে চিহ্নিত করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ডিজিসিএ-কর্তা বি এস ভুল্লার জানিয়েছেন, বিমান ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে একই পথে হেঁটেছে মার্কিন বিমান নিয়ন্ত্রক। অনেক বিমান সংস্থাও উড়ানে যাত্রীদের ফোনটি ব্যবহার না- করার পরামর্শ দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Galaxy note 7 Plane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE