Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Patanjali

হরিদ্বার টু হর দুয়ার, অনলাইনে রামদেব

অনলাইনে চলে এলেন রামদেব। এ বার থেকে পতঞ্জলির সব প্রডাক্টই মিলবে অনলাইনে। অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএমের মতো সব ই-কমার্স ওয়েবসাইটেই পাওয়া যাবে পতঞ্জলির যাবতীয় সামগ্রী।

পতঞ্জলির সামগ্রী।

পতঞ্জলির সামগ্রী।

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১৫:৩১
Share: Save:

অনলাইনে চলে এলেন রামদেব। এ বার থেকে পতঞ্জলির সব প্রডাক্টই মিলবে অনলাইনে। অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএমের মতো সব ই-কমার্স ওয়েবসাইটেই পাওয়া যাবে পতঞ্জলির যাবতীয় সামগ্রী।

হরিদ্বার টু হর দুয়ার। এই ভাবেই অনলাইনের মাধ্যমে ভারতের দোরে দোরে পতঞ্জলির পৌঁছে যাওয়ার কথা ঘোষণা করেন বাবা রামদেব। তিনি জানান, তাঁর ও পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণণের অনলাইনে ১০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছেন। পতঞ্জলিও মোস্ট সার্চড অনলাইনের তালিকায় রয়েছে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে লাভের পরিমাণ ১০ কোটি বেড়ে গিয়েছে। আর তাই নয়ডায় নতুন ইউনিট খোলার কথা ভাবা হচ্ছে। এমনকী, আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারেও পতঞ্জলিকে তুলে ধরার পরিকল্পনা করছেন বলেও এ দিন জানান রামদেব।

আরও পড়ুন: রাজ্যের স্ট্রবেরিতে আগ্রহী জাপান

আরও পড়ুন: দার্জিলিঙের বাগানে আমদানিকারীরা

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

সম্প্রতি ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনও লঞ্চ করেছে পতঞ্জলি। খুব শিগগিরই সোলার ইকুইপমেন্ট ম্যানুফাকচারিং ব্যবসাতেও আসতে চলেছে পতঞ্জলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Patanjali Baba Ramdev Amazon Flipkart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE