ফের পেট্রল-ডিজেলের দাম বাড়ল। এই নিয়ে পর পর দু’দিন। শনিবার পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা করে। সব মিলিয়ে চলতি সপ্তাহের মধ্যে চতুর্থ বার জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হল। সেই সঙ্গে এই প্রথম পেট্রল-ডিজেলের দাম পৌঁছেছে সর্বকালীন উচ্চতায়। ফলে পেট্রল-ডিজেল কিনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে বহু চার বা দু’চাকার মালিকের।
শনিবার কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ২৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৮৭ টাকায়। অন্য দিকে, ডিজেলের দাম বেড়েছে ২৬ পয়সা। প্রতি লিটার ডিজেল কিনতে শহরবাসীকে খরচ করতে হচ্ছে ৭৯.২৩ টাকা।
রাজধানী দিল্লিতে ৮৫.৭০ টাকায় বিক্রি হচ্ছে ১ লিটার পেট্রল। ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৮৮ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে ১ লিটার পেট্রলের দাম ৯২.২৮ টাকা এবং লিটার প্রতি ডিজেল ৮২.৬৬ টাকা হয়েছে।