অশোধিত সূর্যমুখী, সয়াবিন এবং পাম তেলের মূল আমদানি শুল্ক ২০% থেকে কমিয়ে ১০% করল কেন্দ্র। তাদের দাবি, এতে দেশে ভোজ্য তেলের দাম কমবে। ইতিবাচক প্রভাব পড়বে মূল্যবৃদ্ধির উপরে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট শিল্পের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে শুল্ক হ্রাসের পূর্ণ সুবিধা ক্রেতাদের দিতে বলেছে কেন্দ্র। তাদের বক্তব্য, এই পদক্ষেপে অশোধিত ও শোধিত ভোজ্য তেলে আমদানি শুল্কেরপার্থক্য ৮.৭৫% থেকে ১৯.২৫% হয়েছে। ফলে শোধিত ভোজ্য তেলের আমদানি কমতে পারে। দেশে পণ্যটির উৎপাদন বাড়াতে উৎসাহ পাবে সংশ্লিষ্ট সংস্থাগুলি। উপকৃত হবেন কৃষকেরাও।
বুধবার বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ভোজ্য তেলের শুল্ক বাড়ানো হয়েছিল। তার পরে বিশ্ব বাজারেও পণ্যটির দাম বাড়ে। ফলে দেশেও তার দাম বেড়ে যায় অনেকটা। সংশ্লিষ্ট মহলের মতে, সরাসরি এর ধাক্কা লেগেছে ক্রেতার সংসার খরচে। প্রায় সব কিছু দাম বেড়ে যাওয়ায় এমনিতেই যাঁদের একাংশ আতান্তরে। এ দিনের সিদ্ধান্তের পরে কেন্দ্রের খাদ্য এবং গণবণ্টন দফতরের কর্তারা ভোজ্য তেল শিল্পের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। নির্দেশ দিয়েছেন অবিলম্বে পণ্যের দাম বদল করতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)