Advertisement
১৯ মে ২০২৪

বেতন তুলতে এখনও বিপাকে ডাক-কর্মীরা

নোট বাতিলের পরে ৫০ দিনের সময়সীমা শেষ। এখনও নগদের অভাবে এ রাজ্যে ডাক বিভাগের কর্মীদের একাংশ নভেম্বরের বেতন পুরোটা তুলতে পারেননি। আশঙ্কা, নতুন বছরেও একই সমস্যা হবে। চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) অরুন্ধতী ঘোষ অবশ্য এর আগে সমস্যার কথা মেনে নিয়ে বলেছিলেন, সাধ্য মতো সমাধানের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

দেবপ্রিয় সেনগুপ্ত
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৬
Share: Save:

নোট বাতিলের পরে ৫০ দিনের সময়সীমা শেষ। এখনও নগদের অভাবে এ রাজ্যে ডাক বিভাগের কর্মীদের একাংশ নভেম্বরের বেতন পুরোটা তুলতে পারেননি। আশঙ্কা, নতুন বছরেও একই সমস্যা হবে। চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) অরুন্ধতী ঘোষ অবশ্য এর আগে সমস্যার কথা মেনে নিয়ে বলেছিলেন, সাধ্য মতো সমাধানের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। তবে শুক্রবার তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজের (এনএফপিই) অভিযোগ, এ দিনও স্টেট ব্যাঙ্কের থেকে পর্যাপ্ত নগদ মেলেনি। ফলে বছরের গোড়ায় সমস্যা হবে।

এনএফপিই-র রাজ্য শাখার সাধারণ সম্পাদক জনার্দন মজুমদার বলেন, ‘‘প্রিন্সেপ স্ট্রিট ডাকঘর জিপিও থেকে ৫ লক্ষ টাকা চাইলেও পেয়েছে ৩ লক্ষ। জিপিও তার ডাকঘরগুলির জন্য এসবিআইয়ের কাছে ১৫ কোটি চেয়েছিল। পেয়েছে মাত্র ৫ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation Post office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE