Advertisement
E-Paper

মুক্ত বাণিজ্যে ‘আস্থা’ ট্রাম্পের

সম্প্রতি দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চ থেকে বিনিয়োগের ডাক দেওয়া আমেরিকার নতুন মুখ তুলে ধরেছেন ট্রাম্প। দাবি করেছেন অন্য দেশের বাণিজ্যের জন্য ফের তাঁদের দরজা খোলা থাকার কথা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৫:০৬
বার্তা: ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।

বার্তা: ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।

আমেরিকার বাণিজ্য প্রসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল নীতি নিয়ে ভুরু কুঁচকেছে সারা দুনিয়া। বিভিন্ন মঞ্চে তাই নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রনেতারা। সম্প্রতি দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চেও নাম না করে এ বিষয়ে ট্রাম্পকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে সেই ফোরামের মঞ্চ থেকেই এ বার ভাবমূর্তি ‘বদলানো’র বার্তা দিলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, মুক্ত বাণিজ্যে তাঁর কোনও আপত্তিই নেই। কিন্তু এর শর্ত হল, তা সত্যিই অবাধ হতে হবে।

ট্রাম্পের দাবি, মুক্ত বাণিজ্যকে মার্কিন মুলুক সমর্থনই করে, যদি তা হয় বৈষম্যহীন এবং দু’তরফেরই সুবিধা আদান-প্রদানের উদ্যোগ। আর সেটা করতে হলে সকলকে একই রকম নীতি অনুসরণ করে চলতে হবে।

সম্প্রতি দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চ থেকে বিনিয়োগের ডাক দেওয়া আমেরিকার নতুন মুখ তুলে ধরেছেন ট্রাম্প। দাবি করেছেন অন্য দেশের বাণিজ্যের জন্য ফের তাঁদের দরজা খোলা থাকার কথা। এমনকী এটাও বলেছেন যে, মার্কিন মুলুকে টাকা ঢালার, ব্যবসা করার ও কাজ আনার এটাই সেরা সময়।

বাণিজ্যে ট্রাম্পের দেওয়াল তোলা নিয়ে সরব ও চিন্তিত সারা বিশ্ব প্রশ্ন তুলেছিল তাঁর ‘প্রথমে আমেরিকা’ নীতি নিয়ে। সংশ্লিষ্ট মহল বলে, অনেক মার্কিন সংস্থাকেই হাত মুচড়ে সে দেশে লগ্নিতে বাধ্য করছেন তিনি। এই অবস্থায় দাভোসে ট্রাম্পের দাবি, ‘প্রথমে আমেরিকা’ মানে কোনও ভাবেই ‘একা আমেরিকা’ নয়।

Donald Trump World Economic Forum Davos America ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy