করোনাভাইরাসের সংক্রমণের জেরে চিনে গাড়ি-সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার কারখানা ও ব্যবসা সাময়িক বন্ধ। সেগুলি কী ভাবে ধাপে ধাপে চালু করা যায়, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
চিনে একাধিক কারখানা রয়েছে জাপানি বহুজাতিক নিসান মোটরের। সংস্থাটি জানিয়েছে, আগামী সোমবার কয়েকটি চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। কিন্তু য়ুহান প্রদেশের কারখানা অন্তত ১৪ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হবে। ওই প্রদেশেই করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ছড়ায়। আর এক জাপানি বহুজাতিক টয়োটা মোটর কর্পের ১২টি কারখানা রয়েছে চিনে। এর মধ্যে চারটি গাড়ি তৈরি করে। বাকিগুলি যন্ত্রাংশ। সবগুলিই এখন সাময়িক বন্ধ। সংস্থাটি জানিয়েছে, সেগুলির ভবিষ্যৎ নিয়ে আগামী সোমবার তারা সিদ্ধান্ত নেবে।
আর্থিক সঙ্কটে পড়েছে বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিকও। চিন সে দেশের ভূখণ্ডে উড়ান বন্ধ করে দেওয়ায় সংস্থাটিকে প্রায় ৯০% উড়ান বাতিল করতে হয়েছে। বিশ্ব জুড়ে তাদের উড়ান চলাচল কমেছে প্রায় ৩০%। এর ফলে ব্যবসা বিপুল ধাক্কা খাওয়ায় সংস্থাটির কর্তৃপক্ষ প্রায় ২৭ হাজার কর্মীকে বিনা বেতনে তিন মাসের ছুটি নিতে বলেছেন।
হংকংয়ে ধাক্কা খেয়েছে ওয়াল্ট ডিজনির ব্যবসা। ভাইরাস সংক্রমণের জেরে তাদের দু’টি পার্ক আপাতত বন্ধ। চলতি ত্রৈমাসিকে তাদের আয় ১৭.৫ কোটি ডলার ধাক্কা খেতে পারে।