Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ন’বছরে দাম কমলো সবচেয়ে দ্রুত গতিতে

পাইকারি বাজারে দাম কমার প্রবণতা অব্যাহত। মার্চে আগের সব নজির ভেঙে সরাসরি দর কমেছে ২.৩৩% হারে। এই নিয়ে নভেম্বর থেকে টানা কমছে পাইকারি বাজারের দাম। সরকারি পরিসংখ্যান অনুসারে জিনিসপত্রের দাম গত ন’বছরে এত দ্রুত গতিতে কমেনি। তবে সার্বিক মূল্যবৃদ্ধি কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও এখনও চিন্তায় রেখেছে, খাদ্যপণ্যের বেশ চড়া মূল্যবৃদ্ধি, মার্চে যা ছিল ৬.৩১%।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০২:৩২
Share: Save:

পাইকারি বাজারে দাম কমার প্রবণতা অব্যাহত। মার্চে আগের সব নজির ভেঙে সরাসরি দর কমেছে ২.৩৩% হারে। এই নিয়ে নভেম্বর থেকে টানা কমছে পাইকারি বাজারের দাম। সরকারি পরিসংখ্যান অনুসারে জিনিসপত্রের দাম গত ন’বছরে এত দ্রুত গতিতে কমেনি। তবে সার্বিক মূল্যবৃদ্ধি কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও এখনও চিন্তায় রেখেছে, খাদ্যপণ্যের বেশ চড়া মূল্যবৃদ্ধি, মার্চে যা ছিল ৬.৩১%।

মূলত দেশে কল-কারখানায় তৈরি পণ্য এবং পেট্রোল, ডিজেলের দাম কমার হাত ধরেই মার্চে মূল্যবৃদ্ধি এতটা নীচে নেমেছে। এর মধ্যে কারখানায় উৎপাদিত পণ্যের দাম কমেছে ০.১৯%। গত পাঁচ বছরে এই দর এত বেশি কমেনি। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে তা কমেছিল ০.২০%। জ্বালানি ক্ষেত্রের দাম কমেছে ১২.৫৬%। প্রসঙ্গত, মার্চে দাম কমার হার রয়টার্সের আগাম পূর্বাভাসের থেকেও বেশি। সেখানে ১.৯৫% হারে পাইকারি দর কমার ইঙ্গিত ছিল।

পাইকারি বাজারে এই সরাসরি মূল্যহ্রাসের অর্থ মূল্যবৃদ্ধির হার শূন্যের নীচে নেমে মার্চে দাঁড়িয়েছে (-)২.৩৩%। ফেব্রুয়ারির হার ছিল (-)২.০৬%, জানুয়ারির সংশোধিত হার (-)০.৯৫%। এ সপ্তাহেই প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হারও মার্চে তিন মাসে সবচেয়ে নীচে নেমে হয়েছে ৫.১৭%।

শিল্পমহলের আশা, এই পরিপ্রেক্ষিতে উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পথেই হাঁটবে। বণিকসভা ফিকি-র প্রেসিডেন্ট জ্যোৎস্না সুরি বলেন, ‘‘শিল্প যাতে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য জুনে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট আর এক দফা কমাবে বলে আমাদের আশা।’’ অ্যাসোচ্যাম প্রেসিডেন্ট রানা কপূর জানান, ‘‘আরবিআইয়ের এ বার সুদ কমিয়ে বৃদ্ধির হারকে টেনে তোলার দিকে নজর ফেরানোর সময় এসেছে।

মূল্যবৃদ্ধির হার এতটা কমে যাওয়া শেয়ার বাজারের পক্ষেও ভাল খবর। বাজার বিশেষজ্ঞদের মতে, এ রকম চললে ঋণনীতির আগামী পর্যালোচনার সময়ে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে সুদ কমানোর পথ প্রশস্ত হবে। তবে বুধবার সেনসেক্স পড়েছে ২৪৪.৭৫ পয়েন্ট। শেষে ফের ২৮ হাজারের ঘরে নেমে থিতু হয় ২৮৭৯৯.৬৯ অঙ্কে।

আগামী সপ্তাহ থেকেই বেরোবে বিভিন্ন সংস্থার চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল। তা কেমন হবে, সেটা নিয়ে শেয়ার বাজারে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। এর জেরেই বুধবার লগ্নিকারীদের মধ্যে মুনাফার টাকা তোলার জন্য শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। এ দিন বিশ্বের বহু শেয়ার সূচকও নিম্নমুখী ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE