E-Paper

পরিকাঠামো ২০ মাসে শ্লথ

উৎপাদন বৃদ্ধির হার কমেছে প্রাকৃতিক গ্যাস, সার, ইস্পাত এবং সিমেন্টে। বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, মূলত তারই জেরে জুনে তার আগের বছরের তুলনায় ৪ শতাংশে নেমেছে দেশের আটটি মূল পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধির হার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ০৯:১৬

—প্রতীকী চিত্র।

অশোধিত তেল ও শোধনাগারে তৈরি পণ্যের উৎপাদন কমেছে। উৎপাদন বৃদ্ধির হার কমেছে প্রাকৃতিক গ্যাস, সার, ইস্পাত এবং সিমেন্টে। বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, মূলত তারই জেরে জুনে তার আগের বছরের তুলনায় ৪ শতাংশে নেমেছে দেশের আটটি মূল পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধির হার। যা ২০ মাসে সব থেকে কম। মে মাসে এগুলির উৎপাদন বেড়েছিল ৬.৪%। গত বছরের জুনে ৮.৪%। এর আগে ২০২২ সালের অক্টোবরে পরিকাঠামো তলিয়ে যায় ০.৭%। অর্থনীতির আটটি মূল পরিকাঠামো হল— কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগারজাত পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ। বাণিজ্য মন্ত্রকের হিসাব বলছে, শুধু জুনে নয়, এপ্রিল-জুন ত্রৈমাসিকেও শ্লথ হয়েছে পরিকাঠামোয় বৃদ্ধি। গত বছরের ওই সময়ের ৬ শতাংশের তুলনায় এ বার তা নেমেছে ৫.৭ শতাংশে।

শিল্পোৎপাদন সূচকে আটটি প্রধান পরিকাঠামো ক্ষেত্রের গুরুত্ব ৪০.২৭%। ফলে এই ক্ষেত্রের অগ্রগতি মন্থর হলে তার প্রভাব সামগ্রিক শিল্প বৃদ্ধিতেও পড়ার আশঙ্কা থাকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Crude Oil crude oil price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy