Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভাঁড়ার ভাগে উদ্বিগ্ন রাজন

রাজনের দাবি, ‘‘আরবিআইয়ের রেটিং ‘AAA’ থেকে কমলে তাদের ধার নেওয়ার খরচ বাড়বে। যা পুরো অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।’’ রাজন-সহ অনেকেরই প্রশ্ন, একমাত্র বাণিজ্যিক ব্যাঙ্ককে পুঁজি জোগানো ছাড়া হাত দেওয়া উচিত নয় এই টাকায়। কেন্দ্র কি তা মাথায় রাখবে?

রঘুরাম রাজন।

রঘুরাম রাজন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০১:৪৫
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের ঘর থেকে কেন্দ্রকে নজিরবিহীন তহবিল দেওয়ার প্রস্তাবে সিলমোহর পড়তেই, উদ্বেগ প্রকাশ করলেন রঘুরাম রাজন। শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের সতর্কবার্তা, এই বাড়তি ভাঁড়ার সরকারের হাতে গেলে শীর্ষ ব্যাঙ্কের ক্রেডিট রেটিং বা মূল্যায়ন কমতে পারে। উল্লেখ্য, কাউকে ঋণ দেওয়া কতটা ঝুঁকির, তারই মূল্যায়ন ক্রেডিট রেটিং। অর্থাৎ, রেটিং যত ভাল, তাকে ধার দেওয়ার ঝুঁকিও তত কম। তাই রেটিং বাড়লে, তুলনায় কম সুদে ধার পাওয়ার সম্ভাবনা বাড়ে। কমে সুদের বোঝা।

রাজনের দাবি, ‘‘আরবিআইয়ের রেটিং ‘AAA’ থেকে কমলে তাদের ধার নেওয়ার খরচ বাড়বে। যা পুরো অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।’’ রাজন-সহ অনেকেরই প্রশ্ন, একমাত্র বাণিজ্যিক ব্যাঙ্ককে পুঁজি জোগানো ছাড়া হাত দেওয়া উচিত নয় এই টাকায়। কেন্দ্র কি তা মাথায় রাখবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Raghuram Rajan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE