দেশ জুড়ে সিলিন্ডার পিছু ১১ টাকা কমে গেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তবে ফের বাড়ল বিমান জ্বালানি এটিএফ। গত কয়েক মাস ধরেই যার দাম টানা বাড়িয়ে চলেছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
ইন্ডিয়ান অয়েল-এর হিসেব অনুযায়ী, কলকাতায় সব কর যোগ করে প্রতি কিলোলিটারে এটিএফ এ বার ২,৬২২ টাকা বেড়ে হয়েছে ৫৪,১১৪.৪৩ টাকা। এর আগে মে ও জুনের প্রথমে টানা দু’বার বাড়ানো হয় ভর্তুকিহীন এলপিজির দরও। তবে এ বার বিশ্ব বাজারের সঙ্গে তাল মেলাতে তা কমলো, দাবি সংস্থাগুলির।