Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আরও ৩ মাস নিখরচায় পরিষেবা জিও-র

এক ‘থালি’-তে মোবাইল পরিষেবার বিভিন্ন পদ তুলে ধরে তিন মাস আগে গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল রিলায়্যান্স জিও। সে সময়ে প্রথমে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পরিষেবা নিখরচায় দেওয়ার কথা বলেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:০৯
Share: Save:

এক ‘থালি’-তে মোবাইল পরিষেবার বিভিন্ন পদ তুলে ধরে তিন মাস আগে গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল রিলায়্যান্স জিও। সে সময়ে প্রথমে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পরিষেবা নিখরচায় দেওয়ার কথা বলেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী। বৃহস্পতিবার ‘জিও হ্যাপি নিউ ইয়ার’ তকমা দিয়ে সে সব পরিষেবাই ৩১ মার্চ পর্যন্ত নিখরচায় দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

একই সঙ্গে তিনি জানালেন স্মার্ট ফোনের মাধ্যমে টাকা মেটানোর বিশেষ অ্যাপ ‘জিও মানি ওয়ালেট’ পরীক্ষামূলক ভাবে আনার কথাও।

সারা জীবনের জন্য বিনামূল্যে ফোনের সুযোগ প্রথম দফায় ঘোষণা করেন মুকেশ। সঙ্গে ইন্টারনেট, ভিডিও এবং বিভিন্ন অ্যাপ পরিষেবা। এ দিন আরও তিন মাস সব পরিষেবা বিনামূল্যে মিলবে বলে ঘোষণা তাঁর। তবে এ ক্ষেত্রে দিনে ১ জিবি পর্যন্ত ফোরজি ডেটা ব্যবহার করা যাবে। এত দিন যা ছিল ৪ জিবি। ৪ ডিসেম্বরের পরে জিও-র সিম নিলে নতুন প্রকল্পের সুযোগ নেওয়া যাবে। পুরনো গ্রাহকরাও ৩১ ডিসেম্বরের পরে নতুন প্রকল্পের আওতায় আসবেন।

মুকেশের ঘোষণার পরে অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ট্রাই।

এর আগে পুরনো টেলি সংস্থাগুলির বিরুদ্ধে জিও-র ফোন সংযোগে বাধা দেওয়ার অভিযোগ এনেছিলেন মুকেশ। কিন্তু এ দিন বলেন, তাঁদের সংযোগে কল-কাটার সমস্যা ৯০% থেকে এখন নেমেছে ২০ শতাংশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Free Service Extended Reliance Jio
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE