Advertisement
১৯ মে ২০২৪

অল্টোকে টক্কর দিতে বাজারে রেনোর কুইড

‘কিতনা দেতি হ্যায়?’ অর্থাৎ, মাইলেজ কত? মহাকাশে পাড়ি দেওয়ার রকেট কিংবা বিশাল মাপের প্রমোদতরী (ইয়ট) ঘুরে দেখার পরেও আলতো স্বরে ছুঁড়ে দেওয়া ওই জিজ্ঞাসা সাড়া ফেলে দিয়েছিল বিজ্ঞাপনের দুনিয়ায়। বুঝিয়েছিল, মাইলেজ (এক লিটার তেলে কত কিলোমিটার) আর দাম— গাড়ির ক্ষেত্রে এই দুই বিষয়েই এ দেশের ক্রেতা সবচেয়ে বেশি স্পর্শকাতর। কেনার জন্য গাড়ি বাছাইয়ের প্রধান মাপকাঠিও।

কুইড। প্রদর্শনে রেনো ইন্ডিয়ার দুই কর্তা, সুমিত শেনয় (বাঁ দিকে) ও রাফায়েল ট্রেগর। নয়াদিল্লিতে।

কুইড। প্রদর্শনে রেনো ইন্ডিয়ার দুই কর্তা, সুমিত শেনয় (বাঁ দিকে) ও রাফায়েল ট্রেগর। নয়াদিল্লিতে।

দেবপ্রিয় সেনগুপ্ত
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
Share: Save:

‘কিতনা দেতি হ্যায়?’
অর্থাৎ, মাইলেজ কত?
মহাকাশে পাড়ি দেওয়ার রকেট কিংবা বিশাল মাপের প্রমোদতরী (ইয়ট) ঘুরে দেখার পরেও আলতো স্বরে ছুঁড়ে দেওয়া ওই জিজ্ঞাসা সাড়া ফেলে দিয়েছিল বিজ্ঞাপনের দুনিয়ায়। বুঝিয়েছিল, মাইলেজ (এক লিটার তেলে কত কিলোমিটার) আর দাম— গাড়ির ক্ষেত্রে এই দুই বিষয়েই এ দেশের ক্রেতা সবচেয়ে বেশি স্পর্শকাতর। কেনার জন্য গাড়ি বাছাইয়ের প্রধান মাপকাঠিও।
কিন্তু আজকের বদলে যাওয়া বাজারে ওই দুই শর্তে টিক দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু বৈশিষ্ট্য খুঁজছেন ক্রেতা। খুঁটিয়ে দেখছেন নিরাপত্তা, আরাম আর ভারতের এবড়ো-খেবড়ো রাস্তায় চলার ক্ষেত্রে তার উপযোগিতা। সেডান বা এসইউভি তো বটেই, এই সমস্ত চাহিদা তাঁদের থাকছে ছোট হ্যাচব্যাক গাড়ির কাছেও। আর সেই চাহিদাকে পুঁজি করেই নতুন গাড়ি ‘কুইড’ আনল ফরাসি বহুজাতিক রেনো। বৃহস্পতিবারই এই গাড়ি আত্মপ্রকাশ করল দিল্লি-সহ ভারতের বাজারে।
অনেকেই বলছেন, এর ফলে কম দামের ছোট গাড়ির বাজারে কড়া প্রতিযোগিতায় পড়তে পারে মারুতি-সুজুকি। বিশেষত তাদের ‘অল্টো’।
অল্টো ৮০০-র কথা ধরলে, দুই গাড়ির ইঞ্জিনই ৮০০ সিসির। দামও (দিল্লির এক্স-শোরুম) গায়ে-গায়ে। অল্টো ৮০০-র ২.৫২ লক্ষ টাকা। কুইডের ২.৫৬ লক্ষ। গ্রাউন্ড ক্লিয়ারেন্স (রাস্তা আর গাড়ির মধ্যে ফাঁক) ১৮০ মিলিমিটার। ছোট গাড়ি তো কোন ছার, তা মেলে এ দেশের খুব কম সেডানেই। সব মিলিয়ে, মারুতিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার সম্ভাবনা তৈরি করেছে তারা।
ভারতের খানাখন্দ ভরা রাস্তায় ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে অসম্ভব জরুরি, তা নিয়ে সন্দেহ নেই কোনও গাড়ি সংস্থারই। তাই শুধু রেনোর কুইড নয়, ওই দিকে নজর দিয়েছে ফোর্ড। তাদের নতুন ‘ফিগো’র গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৪ মিমি। শহরের রাস্তায় ‘থর’কে বাজি ধরছে মহীন্দ্রারাও।
একই ভাবে, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিরাপত্তার বিষয়টি। গাড়িতে এয়ারব্যাগ আছে কিনা, কেনার আগে তা খতিয়ে দেখছেন অনেক ক্রেতা। ফোর্ড ইন্ডিয়া জানিয়েছে, নতুন ফিগোর সব সংস্করণেই চালকের এয়ারব্যাগ থাকবে। মিলবে ছ’টি পর্যন্ত এয়ারব্যাগের সুবিধা। ৮০০ সিসির পেট্রোলচালিত কুইডেও তা থাকছে চালকের জন্য।

মূলত দামের কারণে ভারতে বরাবর চাহিদা বেশি ছোট গাড়ির। কিন্তু এখন তার মধ্যেও সেডানের আরাম বা এসইউভির আদল (লুক) চাইছেন আজকের প্রজন্ম। তা জোগানোর চেষ্টা করছে সংস্থাগুলিও। কুইডে হ্যাচব্যাক এসইউভির আদল রয়েছে। তা আছে হুন্ডাইয়ের ‘ইয়ন’-এও। ক্রেতা টানতে তুলনায় কম দামের গাড়িতেও থাকছে টাচস্ক্রিন বা ব্লু-টুথ। অভিনবত্ব আনা হচ্ছে বিপণনে। যেমন, অ্যাপ মারফত গাড়ি বুকিংয়ের সুবিধা এনেছে কুইড-ই। ফলে সব মিলিয়ে, এখন জমাটি লড়াই ছোট গাড়ির বাজারে।

এক ঝলকে কুইড

৫ রঙের ৪টি মডেল

দাম শুরু ২.৫৬ লক্ষ টাকা থেকে (দিল্লিতে)

৮০০ সিসি-র পেট্রোল ইঞ্জিন

তেলের ট্যাঙ্ক: ২৮ লিটার

মাইলেজ: ২৫.১৭ কেএমপিএল

বুট স্পেস: ৩০০ লিটার

ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং

গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৮০ মিমি

দৈর্ঘ্য ৩৬৭৯ মিমি, উচ্চতা ১৪৭৮ মিমি

সাত ইঞ্চির টাচ স্ক্রিন

ডিজিটাল স্পিডোমিটার

ওয়ান টাচ লেন ইন্ডিকেটর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE