E-Paper

চাহিদা বেশি নিউটাউন-রাজারহাটে, কলকাতায় বিক্রি বাড়ছে সাধ্যের আবাসনের

আয়তন ৫০০-১০০০ বর্গফুট। অগস্টে নথিভুক্ত প্রায় ৩৪০০টি এর আওতায়। ২০০০টি ৫০০ বর্গফুটের কম, ৭৯৯টি ১০০০ বর্গফুটের বেশি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত বছরের জানুয়ারি-অগস্টে সরকারি খাতায় নথিভুক্ত হয় কলকাতার ৩০,৩৫০টি আবাসন। উপদেষ্টা নাইট ফ্রাঙ্কের রিপোর্টে দাবি, এ বছর তা ৩৭% বেড়ে হয়েছে ৪১,৪৪০। শুধু অগস্টে ১৫% বেড়ে হয়েছে ৬১৯৬টি। রিপোর্ট বলছে, দেশে মোট আবাসনের ৫৫% সাধ্যের। আয়তন ৫০০-১০০০ বর্গফুট। অগস্টে নথিভুক্ত প্রায় ৩৪০০টি এর আওতায়। ২০০০টি ৫০০ বর্গফুটের কম, ৭৯৯টি ১০০০ বর্গফুটের বেশি। সংস্থার চেয়ারম্যান শিশির বৈজল বলেন, ‘‘গত মাসে নথিভুক্তি ১৫% বৃদ্ধি ইতিবাচক। তার প্রায় ৭০ শতাংশই ৫০০ বর্গফুটের বেশি হওয়ায় স্পষ্ট সাধ্যের আবাসন বিক্রি বাড়ছে।’’ বিক্রিতে কলকাতার উত্তর ও দক্ষিণের মিলিত অংশীদারি ৭০%। ক্রেডাই ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান সুশীল মোহতার মতে, নিউটাউন-রাজারহাটে এখন চাহিদা সবচেয়ে বেশি। তার পরে উত্তর ও দক্ষিণের শহরতলি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rajarhat New Town

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy