Advertisement
০৬ মে ২০২৪
Jewellery Hallmark

হলমার্কিংয়ে বিধি বদলের আবেদন

দেশে এখন হলমার্কিংয়ের কেন্দ্র ৯৪৫টি। রাজ্যে ৯০টি। ২১টি জেলায় ব্যবস্থাটি বাধ্যতামূলক।

—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৪
Share: Save:

ভেজাল সোনার ব্যবহার রুখতে দেশে ধাপে ধাপে চালু হচ্ছে গয়নায় বাধ্যতামূলক হলমার্কিং। শুক্রবার তৃতীয় পর্যায়ে আরও ৫৫টি জেলায় তা কার্যকর করল কেন্দ্র। এতে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িও। ফলে ১৬টি রাজ্যের ৩৪৫ জেলাতেই হলমার্ক ছাড়া গয়না বিক্রি নিষিদ্ধ হল। এতে বড় ও মাঝারি দোকানগুলি খুশি। ক্রেতারা নিশ্চিন্ত হচ্ছেন, দাবি স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে-রও। তবে সমস্যায় পড়ার অভিযোগ তুলে বিধি সংশোধনের আর্জি জানিয়েছেন ছোট গয়না ব্যবসায়ীরা।

ছোট ব্যবসায়ী ও বঙ্গীয় স্বর্ণশিল্পি সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, একলপ্তে অন্তত ৫টি গয়না পাঠাতে হয় হলমার্ক কেন্দ্রে। প্রতিটির জন্য লাগে ৪৫ টাকা। অথচ বহু ছোট দোকানই একসঙ্গে পাঁচটি গয়নার বরাত পায় না। ফলে একটি-দু’টির হলমার্কিয়েও ৫টির মজুরি দিতে হয়। সঙ্গে ১৮% জিএসটি। এতে ক্ষতি হচ্ছে। তাঁর দাবি, ‘‘ছোট ব্যবসায়ীদের স্বার্থে এই নিয়মের পরিবর্তন জরুরি।’’

দেশে এখন হলমার্কিংয়ের কেন্দ্র ৯৪৫টি। রাজ্যে ৯০টি। ২১টি জেলায় ব্যবস্থাটি বাধ্যতামূলক। তবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব হলমার্ক সেন্টার্সের প্রাক্তন সভাপতি হর্ষদ
আজমেঢ়ার দাবি, কেন্দ্রগুলি যথেষ্ট ব্যবসা পাচ্ছে না। ২ গ্রামের কম গয়নায়
হলমার্ক বাধ্যতামূলক করা জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hallmark
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE