জালিয়াতি, ফোন হারানো বা টেলি বিপণন কলের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে ২০২৩ সালে এসেছিল সঞ্চার সাথি অ্যাপ। তার পরে এখনও পর্যন্ত কলকাতা ও ওয়েস্ট বেঙ্গল সার্কলে প্রায় ১.৬৩ লক্ষ মোবাইল খোয়া গিয়েছে বলে টেলিকম বিভাগের (ডট) কাছে অভিযোগ জমা পড়েছে। উদ্ধার হয়েছে মাত্র ১৭,২৭৪টি। যদিও ডটের ওয়েস্ট বেঙ্গল এরিয়ার সিনিয়র ডিজি (টেকনিক্যাল) প্রদীপ গুপ্তের দাবি, বাস্তবে সংখ্যাটা অনেকটাই বেশি। স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে প্রযুক্তিগত সামঞ্জস্যের অভাব রয়েছে বলেই এই সমস্যা। প্রদীপের বক্তব্য, শুধুমাত্র আর্থিক জালিয়াতি রুখতেই নতুন প্রযুক্তি আনা হচ্ছে ডটের পক্ষ থেকে। সেখানে এই ধরনের প্রতারণা যে নম্বরগুলির মাধ্যমে করা হয়, তাদের চিহ্নিত করার ব্যবস্থা থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)