প্রতি মাসে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের তথ্য বৈদ্যুতিন বা কাগুজে মাধ্যমে লগ্নিকারীদের কাছে পৌঁছে দেয় ডিপোজ়িটরি সংস্থাগুলি। এ বার তাদের জন্য সেই তথ্য সংগ্রহের নিয়ম শিথিল করল সেবি। সে সঙ্গে পরিচিত সংস্থা বা ব্যক্তির সঙ্গে লেনদেনের (রিলেটেড পার্টি ট্রানজ়াকশন) ক্ষেত্রে তথ্য প্রকাশের নতুন নিয়মও চালু করেছে বাজার নিয়ন্ত্রকটি। লেনদেনে স্বচ্ছতা না থাকার অভিযোগ প্রায়শই ওঠে। তা মাথায় রেখে এই সিদ্ধান্ত।
নির্দেশ অনুসারে, অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা, মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রার ও ট্রান্সফার এজেন্টদের প্যান ব্যবহার করে মাস শেষের পাঁচ দিনের মধ্যে ফান্ড, শেয়ারের তথ্য ডিপোজ়িটরিগুলির কাছে পৌঁছতে হবে। তা দিতে হত তিন দিনে। তথ্য পাওয়ার পরে সবগুলিকে একত্র করে লগ্নিকারীর কাছে মাসের ১২ তারিখের মধ্যে বৈদ্যুতিন মাধ্যমে ও মাস শেষের ১৫ দিনের মধ্যে কাগুজে মাধ্যমে পাঠাতে হবে। ছ’মাসের তথ্য এপ্রিল ও অক্টোবরে কবে লগ্নিকারী পাবেন, তা-ও নির্দিষ্ট করেছে সেবি। ফান্ড ও ডি-ম্যাট অ্যাকাউন্টে লেনদেন না হলে প্রতি ছ’মাসে জমে থাকা ইউনিট এবং শেয়ারের তথ্যও জানাতে হবে।
এ দিকে নথিভুক্ত সংস্থাগুলিকে পরিচিতদের মধ্যে লেনদেনের জন্য সায় নিতে অডিট কমিটি এবং শেয়ার-হোল্ডারদের কোন তথ্য জানাতে হবে, ১ এপ্রিল থেকে সে সংক্রান্ত নিয়ম চালুর কথা জানিয়েছে সেবি। নিয়ন্ত্রক ও স্টক এক্সচেঞ্জগুলির সঙ্গে মিলে তা তৈরি করেছে বণিকসভা অ্যাসোচ্যাম, সিআইআই এবং ফিকি-র ফোরাম।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)