Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

Share Market: নতুন উচ্চতায় শেয়ার সূচক

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৪ অক্টোবর ২০২১ ০৮:২১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শিল্পোৎপাদনের হার বেড়েছে। মাথা নামিয়েছে মূল্যবৃদ্ধি। সেই সঙ্গে বৈদ্যুতিক গাড়িতে টাটাদের বিপুল বিনিয়োগের ঘোষণা। এই সমস্ত কিছুর কাঁধে ভর করেই বুধবার ৪৫২.৭৪ পয়েন্ট উঠল সেনসেক্স। পৌঁছে গেল নতুন সর্বকালীন উচ্চতায়। বিএসই-র সূচকটি এ দিন ৬০,৭৩৭.০৫ অঙ্কে দৌঁড় শেষ করেছে। নিফ্‌টি ১৬৯.৮০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮,১৬১.৭৫। নতুন রেকর্ড এটিও। এই নিয়ে টানা পাঁচ দিন বাড়ল ভারতীয় শেয়ার সূচক। ডলারের নিরিখে টাকার দামও বেড়েছে।

বাজার বিশেষজ্ঞদের ব্যাখ্যা, অপ্রচলিত শক্তি ক্ষেত্রে পা রেখেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। এ দিনও এই ক্ষেত্রে দু’টি নতুন চুক্তির ঘোষণা করেছে তারা। সেই সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম গতিশক্তি প্রকল্পের রূপরেখার উদ্বোধন। যা দেশের পরিবহণ পরিকাঠামোর উন্নয়নে গতি আনবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। এই সমস্ত কিছুই নতুন করে উৎসাহিত করেছে লগ্নিকারীদের। বিএসই-তে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ার সম্পদ এ দিন সকালেই ২৭০ লক্ষ কোটি টাকা পার করে। মাঝারি এবং ছোট মাপের সংস্থাগুলির শেয়ার সূচকও বেড়েছে ১.৫৬%। এ দিন বাজার বন্ধের পরে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস এবং উইপ্রোর আর্থিক ফলাফল প্রকাশ হয়েছে। যা মোটের উপর সন্তোষজনক। তার প্রভাব বৃহস্পতিবার বাজারে কেমন পড়ে সে দিকেই চোখ লগ্নিকারীদের।

Advertisement

আরও পড়ুন

Advertisement