Advertisement
E-Paper

বাজার নামল ৬০ হাজারে

বিশেষজ্ঞদের দাবি, গতকাল আরবিআই প্রকাশিত গত ঋণনীতির সংক্ষিপ্ত বিবরণীতে দেখা গিয়েছে, সুদ বাড়ানোর প্রক্রিয়া থেকে সরতে নারাজ গভর্নর শক্তিকান্ত দাস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ০৬:৪৪
ফের নিচে শেয়ার বাজার।

ফের নিচে শেয়ার বাজার। — ফাইল চিত্র।

চিনে কোভিড সংক্রমণ বৃদ্ধি এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ বাড়িয়ে যাওয়ার ইঙ্গিতে শেয়ার বাজার টালমাটাল রইল বৃহস্পতিবারও। প্রায় মাস দেড়েক পরে সেনসেক্স নামল ৬০ হাজারের ঘরে। তার আওতায় থাকা ৩০টি সংস্থার শেয়ারের মধ্যে ২৪টিই লোকসান গুনল। এ দিন সকালে বাজার খোলার পরে সূচক বাড়ছিল ঠিকই। তবে দিনের শেষে প্রায় ২৪১ পয়েন্ট নেমে তা দাঁড়ায় ৬০,৮২৬.২২ অঙ্কে। নিফ্‌টি থিতু হয় ১৮,১২৭.৩৫-এ। এ নিয়ে তিন দিন পড়ল সূচক।

এ দিন অবশ্য বিশ্ব বাজার চাঙ্গা ছিল। তবে দেশীয় বাজারকে তা ঠেলে তুলতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, গতকাল আরবিআই প্রকাশিত গত ঋণনীতির সংক্ষিপ্ত বিবরণীতে দেখা গিয়েছে, সুদ বাড়ানোর প্রক্রিয়া থেকে সরতে নারাজ গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর মতে, মূল্যবৃদ্ধির সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। ঋণনীতি বৈঠকে তিনি বলেছেন, বিশ্ব জুড়ে অনিশ্চয়তা বহাল। দেশে মূল্যবৃদ্ধি মাথা নামাতে শুরু করেছে বলে সুদ বৃদ্ধির প্রক্রিয়া সময়ের আগে আচমকা থামানো হলে সেটা নীতিগত ভুল হবে। অর্থনীতিকে যার চড়া মাসুল চোকাতে হতে পারে।

এ মাসের শুরুতে ঋণনীতিতে আরবিআই ৩৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। সব মিলিয়ে পাঁচ দফায় ২২৫ পয়েন্ট। বিশেষজ্ঞ মহলের মতে, আরও সুদ বৃদ্ধির ইঙ্গিতে লগ্নিকারীরা সংশয়ে। তবে সংশ্লিষ্ট মহলের অন্য অংশের বক্তব্য, ডিসেম্বরের শুরুতে আচমকাই ৬৩ হাজার পেরিয়ে যাওয়া বাজারে এই পতন জরুরি ছিল।

Share Market Covid in China BSE SENSEX Nifty RBI Shaktikanta Das
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy