Advertisement
১৯ মে ২০২৪

ব্যাঙ্ক শেয়ারের দৌড়, নজির সূচকের

এ দিন এক লাফে ৪৩৫.১৬ পয়েন্ট বেড়ে এই প্রথম সেনসেক্স ৩৩ হাজারের ঘরে ঢুকল ও থিতুও হল সেখানে। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ৩৩,০৪২.৫০ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ০২:০৪
Share: Save:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মূলধন ঢালা-সহ আর্থিক উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা শুনে তেতে উঠল শেয়ার বাজার।
সেনসেক্স ও নিফ্‌টি, দেশের দু’টি প্রধান শেয়ার সূচকই বুধবার ছুঁল রেকর্ড অঙ্ক। তবে রকেট গতিতে এই উত্থান কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয়ও তৈরি হয়েছে বাজার মহলে।

এ দিন এক লাফে ৪৩৫.১৬ পয়েন্ট বেড়ে এই প্রথম সেনসেক্স ৩৩ হাজারের ঘরে ঢুকল ও থিতুও হল সেখানে। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ৩৩,০৪২.৫০ অঙ্কে। নিফ্‌টি ৮৭.৬৫ পয়েন্ট বেড়ে নতুন শিখর ছুঁয়ে থামে ১০,২৯৫.৩৫ অঙ্কে।

এক দিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে ২.১১ লক্ষ কোটি টাকার মূলধন জোগানোর প্রস্তাব। অন্য দিকে পরিকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা। কেন্দ্রের ওই ঘোষণার জেরেই ব্যাঙ্ক ও পরিকাঠামো ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ার দর বুধবার রকেটের গতিতে বেড়ে যায়। ব্যাঙ্কিং শিল্পের শেয়ারের দাম বেড়েছে ৪৬% পর্যন্ত। তার মধ্যে স্টেট ব্যাঙ্কের ২৭.৫৮%, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪৬.২০%, ব্যাঙ্ক অব বরোদার ৩১.৪৭%।

এই উত্থান দীর্ঘ মেয়াদে টিকবে কি না, তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞেরা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন এগ্‌জিকিউটিভ ডিরেক্টর ও ব্যাঙ্কিং বিশেষজ্ঞ বি কে দত্ত বলেন, ‘‘বৃদ্ধি ধরে রাখতে ব্যাঙ্কগুলিকে ব্যবসার বাড়িয়ে মুনাফা বাড়াতে হবে। তা সম্ভব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেই।’’
ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতে, ‘‘অনুৎপাদক সম্পদ বাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা মেটাতেই ওই পরিকল্পনা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market Indicator
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE