টানা দু’দিন উচ্চতায় নতুন নজির গড়ার পরে মঙ্গলবার কিছুটা পড়ল শেয়ার বাজার। সেনসেক্স আগের দিনের থেকে ১১৮.৯৩ পয়েন্ট পড়ে ৩১,১৯০.৫৬ অঙ্কে এবং নিফ্টি ৩৭.৯৫ পয়েন্ট পড়ে ৯,৬৩৭.১৫ অঙ্কে থিতু হল। আজ বুধবার রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতি পর্যালোচনার ফল জানাবে। মঙ্গলবার শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক শুরু হয়েছে। সুদ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে বাজার।
এ দিন পড়েছে টাকার দামও। ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ৭ পয়সা। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৪.৪৩ টাকায়।
তবে নজির গড়া থেকে অবশ্য এই দিনও বিরত ছিল না সূচক। এক সময়ে দুই সূচকই উচ্চতার নতুন মাত্রায় উঠেছিল। লেনদেন শুরুর পরে সেনসেক্স এক সময়ে ২৩৯.৭৬ পয়েন্ট বেড়ে ৩১,৪৩০.৩২ অঙ্ক ছুঁয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে। একই ভাবে নিফ্টিও নজিরবিহীন ভাবে ৯৭০৪ অঙ্কে উঠে যায়। তবে চড়া বাজারে মুনাফার টাকা তুলে নিতে লগ্নিকারীরা শেয়ার বিক্রি করতে থাকলে নেমে আসে সূচকের পারা।