অবশেষে লাভের মুখ দেখল শেয়ার বাজার। সপ্তাহের তৃতীয় দিন শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনের শেষে সোমবারের তুলনায় ১৭৩.২২ পয়েন্ট উঠে ৬৬,১১৮.৬৯ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ৫১.৭৫ পয়েন্ট বেড়ে ১৯,৭১৬.৪৫ পয়েন্টে থামল নিফটি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে হেল্থকেয়ার, ক্যাপিটাল গুড্স, ইন্ডাস্ট্রিয়ালস। প্রথম দুই সেক্টরের লাভের পরিমাণ এক শতাংশের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে ফার্মা, স্মলক্যাপ ১০০, মিডক্যাপ ৫০। অন্য দিকে, বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, কনজ়িউমার ডিউরেবলস, ব্যাঙ্কেক্স। এনএসইতে ক্ষতির তালিকায় রয়েছে ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ব্যাঙ্ক, মিডিয়া।
আরও পড়ুন:
সংস্থাগুলির তালিকায় বুধবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে এলটি, সান ফার্মা, আইটিসি, মারুতি সুজ়ুকি, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। নিফটিতে এই তালিকায় রয়েছে এলটি, কোল ইন্ডিয়া, আইটিসি। সেনসেক্সে সবচেয়ে বেশি লাভ করেছে এলটি, লাভের পরিমাণ ১.৯৪ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় টাইটান, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া।