Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lakshmi Vilas Bank

বন্ড মোছা নিয়ে বিতর্ক

বেসরকারি ব্যাঙ্কটির আর্থিক দায় হাল্কা করতে তাদের ৩১৮.২০ কোটি টাকার টিয়ার-২ বন্ডকে হিসেবের খাতা থেকে মুছে দেওয়ার (রাইট অফ) সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে ওই বন্ডের লগ্নিকারীরা আর তাঁদের টাকা ফেরত পাবেন না।

ছবি: সংহৃহীত।

ছবি: সংহৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ০৫:৪৪
Share: Save:

কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়ের পরে শুক্রবার সিঙ্গাপুরের ডিবিএস ব্যাঙ্কের ভারতীয় শাখার সঙ্গে মিশল লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক। সেই সঙ্গে বেসরকারি ব্যাঙ্কটির আর্থিক দায় হাল্কা করতে তাদের ৩১৮.২০ কোটি টাকার টিয়ার-২ বন্ডকে হিসেবের খাতা থেকে মুছে দেওয়ার (রাইট অফ) সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে ওই বন্ডের লগ্নিকারীরা আর তাঁদের টাকা ফেরত পাবেন না। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শীর্ষ ব্যাঙ্কের নজিরবিহীন এই পদক্ষেপে দেশের বন্ডের বাজারে লগ্নিকারীরা আস্থা হারাতে পারেন বলে আশঙ্কা ব্যাঙ্কিং মহলের একাংশের। একই ধারণা মূল্যায়ন সংস্থা ইক্রারও।

বিশেষজ্ঞদের মতে, এর আগে ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রে ৭০০০ কোটি টাকার অ্যাডিশনাল টিয়ার-১ বন্ড রাইট অফ করা হয়েছিল। কিন্তু টিয়ার-২ বন্ড মোছার নজির নেই। ইউনাইটেড ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি ভাস্কর সেন বলেন, ‘‘ব্যাঙ্কগুলির কাছে মূলধন সংগ্রহের অন্যতম পথ হল বন্ড ছেড়ে টাকা তোলা। যার মধ্যে থাকে টিয়ার-১ এবং টিয়ার-২ বন্ড। লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের দৃষ্টান্ত দেশের বন্ডের বাজার, বিশেষত ব্যাঙ্কের ছাড়া বন্ডে লগ্নির বিষয়ে বিনিয়োগকারীদের আস্থায় আঘাত করবে বলেই আশঙ্কা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DBS Bank Lakshmi Vilas Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE