Cap:
অবশেষে শেয়ার বাজারে সত্যিকারের সংশোধন। অর্থনীতির নানা বিষয়ে আশঙ্কা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা যত প্রবল হচ্ছে, ততই দুর্বল হতে দেখা যাচ্ছে সূচককে। গত সপ্তাহে সেনসেক্স নেমেছে ২২৭২ পয়েন্ট বা ৩.৭১%। লগ্নিকারীদের খাতা থেকে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ মুছেছে। সেনসেক্স দাঁড়িয়েছে ৫৯,০৩৭ অঙ্কে। নিফ্টি ১৭,৬১৭-তে। তবে যন্ত্রণা এখানেই শেষ হচ্ছে না। অর্থনীতির আকাশে কালো মেঘ ঘনাচ্ছে অশোধিত তেলের বাড়তে থাকা দামে। করোনার বিধিনিষেধের ফলে সরবরাহ সমস্যা এবং পেট্রল, ডিজ়েল, কাঁচামালের চড়া দরে মূল্যবৃদ্ধির দৈত্য মানুষের জীবনে থাবা বসিয়েছে আগেই। এখন বিশ্ব বাজারে তেল ফের বেলাগাম হওয়ায় জনজীবন এবং অর্থনীতিতে সেই থাবার ক্ষত আরও দগদগে হবে কি না, উঠছে প্রশ্ন। ফলে উদ্বিগ্ন লগ্নিকারীরাও।