চ্যানেল সংস্থাগুলি মাসুল বাড়িয়েছিল অগস্টে। সেই খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ বার মাসুল বাড়াতে শুরু করল রাজ্যের মাল্টি সার্ভিস অপারেটরেরা (এমএসও)। এর ফলে পুজোর ঠিক আগে কেব্লের দর্শকদের পকেটে চাপ বাড়ল। এমএসও-দের দাবি, তাদের সমাজমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে টক্কর দিতে হচ্ছে। সে কারণে যতটুকু না বাড়ালেই নয়, ঠিক ততটুকুই মাসুল বাড়াবে তারা। ব্যবসা চালানোর খরচ বৃদ্ধির সামান্য অংশই দর্শকদের দিকে ঠেলা হবে।
সংশ্লিষ্ট মহলের খবর, সিটি কেব্ল গত ১ অক্টোবর মাসুল বাড়িয়েছে। বাড়ানোর কথা ভাবছে বাকিরাও। কেউ কেউ এক মাসের মধ্যে মাসুল বাড়াতে চলেছে। কলকাতার এক এমএসও-র শীর্ষকর্তার বক্তব্য, তাঁরা গত দু’মাস ধরে বর্ধিত খরচ সামাল দিচ্ছেন। কিন্তু এ বার বাধ্য হয়েই মাসুল ৫%-১০% বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও চ্যানেলগুলি মাসুল বাড়িয়েছে ১০%-২০%। সিটি কেব্লের কর্তা সুরেশ শেঠিয়া বলেন, ‘‘সমাজমাধ্যম আমাদের কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। ফলে আমরা সামান্য হারেই কেব্লের মাসুল বাড়িয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)