মেয়াদি আমানতে ফের সুদ কমানোর পথে হাঁটল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। নতুন জমায় এবং পুরনো জমা নবীকরণের সময়ে এই হার প্রযোজ্য হবে ২৯ এপ্রিল থেকেই।
এসবিআই সূত্রে খবর, ১ কোটি টাকার নীচে মাঝারি ও বড় মেয়াদের জমায় দেশের বৃহত্তম এই ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়েছে। দুই থেকে তিন বছরের কম সময়ের আমানতে সুদে ৬.৭৫% থেকে কমে হল ৬.২৫%। প্রবীণ নাগরিকদের জন্য এই একই মেয়াদে সুদ আগেকার ৭.২৫% থেকে কমে হয়েছে ৬.৭৫%। তিন বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হার ৬.৭৫% থেকে কমে দাঁড়াল ৬.৫০%।
তবে এসবিআই জানিয়েছে, সাত দিন থেকে দু’বছরের কম সময়ের আমানতে তারা সুদ অপরিবর্তিতই রেখেছে। এই মুহূর্তে ব্যাঙ্কের সর্বোচ্চ সুদ ৬.৯০%, যা মিলবে এক বছর থেকে ৪৫৫ দিন পর্যন্ত জমায়।
আপাতত ঋণে সুদের হার একই রেখেছে স্টেট ব্যাঙ্ক। এক বছরের ন্যূনতম হার ৮%।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy