কলকাতা-সহ গোটা রাজ্যে নদীকেন্দ্রিক পর্যটনের প্রসারে কলকাতা বন্দরের হাত ধরেছে রাজ্য। পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, বন্দরের সহযোগিতায় যৌথ ভাবে একাধিক প্রকল্প রূপায়িত হচ্ছে।
সম্প্রতি বণিকসভা মার্চেন্টস চেম্বারে মন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নদীকেন্দ্রিক পর্যটনে জোর দেওয়া হচ্ছে। কারণ, আমাদের রাজ্যে এই ধরনের পর্যটন প্রসারের বহু সুযোগ রয়েছে। এর জন্য ইতিমধ্যেই আমরা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ ভাবে কী করা যায় তার পরিকল্পনা করেছি।’’ পরে ওই অনুষ্ঠানেই কলকাতা বন্দরের চেয়ারম্যান রথীন্দ্র রমন জানান, আপাতত মিলেনিয়াম পার্ক ৩, হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড এবং আন্তর্জাতিক মানের রিভার ক্রুজ় টার্মিনালের মতো প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। যেগুলি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার ছবিটাও বদলে যাবে।
পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে শুধু পর্যটন ক্ষেত্রেই ৫৭১০ কোটি টাকার লগ্নি আসতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)