কথার মাঝে কল কাটা (কল ড্রপ) নিয়ে হামেশাই অভিযোগের মুখে পড়তে হয় টেলিকম সংস্থাগুলিকে। এ বার তাদের পাল্টা দাবি, পাঁচটি রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যে মোবাইল টাওয়ার বসাতে বাধার মুখে পড়তে হচ্ছে এখনও। টাওয়ার ও সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণ সংস্থাগুলির সংগঠন তাইপা এই অভিযোগ করেছে। তাদের দাবি, এ রকম চললে ধাক্কা খাবে ডিজিটাল-ইন্ডিয়া, স্মার্ট সিটি, সকলের কাছে আর্থিক পরিষেবা পৌঁছনোর মতো কর্মসূচি।
তাইপা-র ডিজি তিলক রাজ বলেন, ‘‘কেরল, ওডিশা, হরিয়ানা, রাজস্থান ও ঝাড়খণ্ড, এই পাঁচ রাজ্য ছাড়া অন্য রাজ্যগুলির সঙ্গে টেলিকম দফতরের নীতির সামঞ্জস্য নেই। ফলে সংস্থাগুলি টাওয়ার বসাতে বাধা পাচ্ছে। খারাপ হচ্ছে পরিষেবা।’’
তাঁদের অভিযোগ, সমস্যা বেশি গুজরাত, মধ্যপ্রদেশ, পঞ্জাব, কর্নাটক, হিমাচলপ্রদেশ ও মহারাষ্ট্রে। অনেক রাজ্যেই অপটিক্যাল ফাইভার কেব্ল বসানোর খরচও চড়া। এ সব নিয়ে অনেক রাজ্য তাঁদের বক্তব্য শুনতেই চায়নি। এই অবস্থা চললে আগামী দিনে মোবাইল পরিষেবা ভিত্তিক সরকারি কর্মসূচি ব্যাহত হবে বলেও তাঁদের হুঁশিয়ারি।