চোট পাননি বেন স্টোকস। চিকিৎসকেরাও নিষেধ করেননি। তার পরেও অ্যাডিলেডে অ্যাশেজ়ের তৃতীয় টেস্টের তৃতীয় দিন বল করতে দেখা গেল না স্টোকসকে। তিনি বল না করায় সমস্যায় পড়ল ইংল্যান্ড। কেন বল করলেন না স্টোকস? তার নেপথ্য কারণ জানিয়েছেন ইংল্যান্ডের সহকারী কোচ জিতেন পটেল।
সহকারী কোচ জানিয়েছেন, মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার পর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন স্টোকস। মন ভেঙে গিয়েছিল তাঁর। সেই কারণে আর বল করেননি স্টোকস। পাশাপাশি ব্যাট করার সময় লম্বা ইনিংস খেলেছেন তিনি। শরীরে ধকলও গিয়েছে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে একাই লড়াই করেছেন স্টোকস। ১৯৮ বলে ৮৩ রান করেন তিনি। তৃতীয় দিন সকালে মিচেল স্টার্কের একটি ভিতরের দিকে ঢুকে আসা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার পর স্টোকসকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা হতাশ তিনি। স্টোকসের ব্যাটে লড়াইয়ে চেষ্টা করছিল ইংল্যান্ড। তিনি আউট হতেই তা শেষ হয়ে যায়। অধিনায়ক হিসাবে সেই ধাক্কা কি সামলাতে পারেননি স্টোকস?
আরও পড়ুন:
তৃতীয় দিনের খেলা শেষে ‘ইএসপিএন ক্রিকইনফো’-কে জিতেন বলেন, “ওর বল করতে কোনও সমস্যা ছিল না। ও সম্পূর্ণ ফিট ছিল। কিন্তু আমার মনে হয়, বোল্ড হওয়ার পর ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। যে ভাবে ও আউট হয়েছে, তা মানতে পারেনি। তার আগে অত ভাল খেলছিল। পাশাপাশি লম্বা ইনিংসও খেলেছে। তাই ও আর ঝুঁকি নিতে চায়নি।” জিতেন আরও বলেন, “স্টোকস এমন একজন যে মাঠে ১০০ শতাংশ দেয়। আমার মনে হয়, ওই ইনিংসের পর ও ৮০ শতাংশের বেশি দিতে পারত না। তাই বল করেনি। ও হয়তো ভেবেছে, ঝুঁকি নিয়ে লাভ নেই।”
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৬ রানে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে। ১৪২ রান করে খেলছেন ট্রেভিস হেড। এখনই ৩৫৬ রান এগিয়ে অস্ট্রেলিয়া। টেস্টের এখনও দু’দিন বাকি। যা পরিস্থিতি, তাতে এখন থেকে ইংল্যান্ডের ফেরা কঠিন। এই ম্যাচ হারলেই অ্যাশেজ় সিরিজ় হারতে হবে ইংল্যান্ডকে। সে ক্ষেত্রে চাপ আরও বাড়বে স্টোকসের উপর।