E-Paper

‘অপারেশন সিঁদুর’-এর জের, সাইবার হানার আশঙ্কায় সতর্ক শেয়ার বাজার, ব্যাঙ্ক

সতর্ক হল দেশের অন্যতম প্রধান শেয়ার বাজার বিএসই। সাবধান হল ব্যাঙ্কগুলিও। সূত্রের খবর, এই ঘোরালো পরিস্থিতিতে শেয়ার বাজার কিংবা ব্যাঙ্কে সাইবার হানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০৮:১৯
একাংশ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে ইন্টারনেট।

একাংশ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে ইন্টারনেট। —প্রতীকী চিত্র।

পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মধ্যে ঢুকে মঙ্গলবার গভীর রাতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। তবে পহেলগামে পর্যটক হত্যার পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনাবাহিনী এই ‘অপারেশন সিঁদুর’ সম্পন্ন করার পরেই দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক হল দেশের অন্যতম প্রধান শেয়ার বাজার বিএসই। সাবধান হল ব্যাঙ্কগুলিও। সূত্রের খবর, এই ঘোরালো পরিস্থিতিতে শেয়ার বাজার কিংবা ব্যাঙ্কে সাইবার হানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা আমজনতাকে বিপদে ফেলতে পারে। তাই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিদেশি কোনও মহল যাতে সাইবার আক্রমণকে হাতিয়ার করে ভারতের শেয়ার বাজারে লেনদেন-সহ পুরো প্রক্রিয়াটির ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে পদক্ষেপ করেছে বিএসই। বিদেশিদের জন্য ওয়েবসাইট বন্ধ করেছে তারা। অন্য দিকে, দেশের ব্যাঙ্কগুলি তাদের সাইবার নিরাপত্তাকে আরও শক্তপোক্ত করছে যুদ্ধকালীন তৎপরতায়। বিশেষত সীমান্তের নিকটবর্তী ব্যাঙ্ক শাখাগুলির সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। একাংশ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে ইন্টারনেট।

বিশেষজ্ঞদের মতে, মূলধনী বাজার এবং ব্যাঙ্ক যে কোনও দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গা। আর্থিক ভিতগুলির অন্যতম। তাই সেগুলি নিশানা হতে পারে। যা সরাসরি সাধারণ মানুষকে আঘাত করবে। তাই বাড়তি সতর্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মূলধনী বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, “বর্তমানে অনলাইনে শেয়ার কেনাবেচা, টাকা মেটানো-সহ লেনদেনের পুরো প্রক্রিয়া পরিচালিত হয়। এই ক্ষেত্রে তাই নজরদারি আরও কঠোর করা জরুরি ছিল। বিএসই সেটাই করেছে। এতে ভারতের শেয়ার বাজারে লেনদেন আরও নিরাপদ হল।’’

বিভিন্ন ব্যাঙ্কের কর্তৃপক্ষও সাইবার হানা রোখার পরিকাঠামোকে মজবুত করছে। যেমন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) এমডি-সিইও অশোক চন্দ্র বলেন, “আমরা একটি ‘ওয়ার রুম’ তৈরি করেছি। সেটি ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও সাইবার আক্রমণ রুখতে আমরা প্রস্তুত। বিশেষত সীমান্ত অঞ্চলের শাখাগুলির নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ করেছি। কর্মীদের নিরাপত্তার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’ আর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তার দাবি, তাঁরা ব্যাঙ্কে ‘অ্যান্টি-সাইবার মেকানিজম’ স্থাপন করেছেন। ব্যাঙ্কগুলি সীমান্ত অঞ্চলের এটিএমগুলিতে বেশি টাকা রাখছে। যাতে সেখানকার গ্রাহকদের টাকার অভাব না হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Share Market Pahalgam Terror Attack Banks Hack

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy