কল-ড্রপের (কল-কাটা) সমস্যায় রাশ টানতে এক বছরের মধ্যে এক লক্ষ টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিল টেলি পরিষেবা শিল্প। কথা দিল, এর জন্য ২০ হাজার কোটি টাকা লগ্নি করার। একই সঙ্গে, ওই সমস্যার সঙ্গে যুঝতে আরও বেশি স্পেকট্রাম হাতে পাওয়ার জন্য টেলিকম মন্ত্রীর কাছে আবেদনও জানিয়ে এল তারা।
কল কাটা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সোমবার টেলি সংস্থাগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিন্হা। সেখানে উপস্থিত ছিলেন ভারতী এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সেলুলার, রিলায়্যান্স জিও, টেলিনরের মতো সংস্থার কর্তারা। আলোচনা শেষে মন্ত্রী বলেন, কল-কাটার সমস্যা কমাতে আগের বারের বৈঠকে ১০০ দিনের মধ্যে ৬০ হাজার টাওয়ার বসানোর কথা দিয়েছিল টেলি সংস্থাগুলি। তার মধ্যে ৪৮ হাজারটি তারা বসিয়েছে ৪৫ দিনের মধ্যেই। এ বারও এক বছরের পরিকল্পনা জানিয়ে গিয়েছে তারা।
মন্ত্রকের এক কর্তার দাবি, এক বছরের মধ্যে এক লক্ষ মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাগুলি। সাধারণত প্রতিটি টাওয়ার বসাতে গড়ে খরচ হয় ২০ লক্ষ টাকা। সেই হিসেবে টাওয়ার-পরিকাঠামো নির্মাণে এক বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে তারা।
সেপ্টেম্বরে স্পেকট্রাম নিলামের জন্য ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করেছে কেন্দ্র। তা থেকে রাজকোষে ৫.৬৬ লক্ষ কোটি টাকা আসবে বলে আশা করছে তারা। তার মুখে দাঁড়িয়ে এ দিন মন্ত্রীর কাছে আরও বেশি স্পেকট্রাম হাতে তুলে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন টেলি সংস্থার কর্ণধাররা। বিশেষত খুলতে বলেছেন ৭১-৭৬ এবং ৫০ গিগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রামের দরজা। তাদের দাবি, সে ক্ষেত্রে এর মাধ্যমে সেকেন্ডে এক জিবি ডাউনলোডের মতো গতির পরিষেবা দিতে সুবিধা হবে।
টেলি সংস্থাগুলির সংগঠন সি ও এ আইয়ের ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুজের দাবি, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি সফল করা নিয়ে কথা হয়েছে। চাওয়া হয়েছে দ্রুত গতির পরিষেবা দেওয়ার উপযোগী স্পেকট্রামও।
কথার মাঝে বারবার সংযোগ ছিন্ন হওয়ার সমস্যার নাম ‘কল ড্রপ’। নেট সংযোগ থমকে যাওয়াও এর আওতায়। এই সমস্যায় গ্রাহকদের প্রাণ ওষ্ঠাগত। অপর্যাপ্ত পরিকাঠামো যে এই সমস্যার শিকড়, তা মানে টেলি সংস্থাগুলি। সে জন্য সরকারি নীতি ও টাওয়ার বসানো নিয়ে আমজনতার ছুঁৎমার্গকে বারবার দুষেছে তারা। ওয়াকিবহাল মহল যদিও মনে করে, পরিকাঠামোয় যথেষ্ট টাকা ঢালেনি সংস্থাগুলি। বিশেষজ্ঞদের দাবি, দেশে মোবাইল সংযোগ যে গতিতে বেড়েছে, সেই অনুযায়ী পরিকাঠামো বাড়েনি। তা সে স্পেকট্রাম হোক বা টাওয়ার। এ দিনের বৈঠকেও কথা হয়েছে তা নিয়েই।