রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। জানিয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। নিযুক্তদের কর্মস্থল হবে বিভিন্ন জেলা এবং শহরে। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া হবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রক্রিয়া।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হবে। রয়েছে ৬টি শূন্যপদ। তাঁদের বিভিন্ন ডিসট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, পুরসভা, আরবান কমিউনিটি হেল্থ সেন্টারে পোস্টিং দেওয়া হবে। তাঁদের বেতনের পরিমাণ হবে মাসে ৩৫,০০০ টাকা।
আরও পড়ুন:
-
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ক্ষেত্রে সব পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি ইকাই-এর তরফে
-
সমাজবিজ্ঞানে উচ্চশিক্ষায় আগ্রহী! গবেষণার খুঁটিনাটি শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান
-
ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের সুযোগ দেবে ডিআরডিও! আবেদনের কী ভাবে?
-
মেডিক্যাল স্নাতকোত্তরে ফের যোগ হল ১৩৫টি আসন, ঘোষণা মেডিক্যাল কাউন্সেলিং কমিটি-র
আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। থাকতে হবে এমকম ডিগ্রি বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক্স অ্যাকাউন্টসের ইন্টারমিডিয়েট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি-র ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা। প্রয়োজন ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এবং ট্যালি সংক্রান্ত জ্ঞানও।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
আগ্রহীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
১৯টি বিষয়ে পিএইচডি-র সুযোগ মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে! আবেদন কী ভাবে?
-
এনএইচআইডিসিএল-এ উচ্চপদে ৪৩ জন কর্মীর খোঁজ! কোন যোগ্যতায় করা যাবে আবেদন?
-
বাঁকুড়া জেলায় কর্মীর খোঁজ, কাজ করতে হবে জেলার শিশু সুরক্ষা কেন্দ্রে, আবেদনের শেষ দিন কবে?
-
পশ্চিম বর্ধমানে মেডিক্যাল-সহ নানা পদে ১৫১ জন কর্মী প্রয়োজন, কী ভাবে আবেদন জানাবেন?