ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরের তরফে প্রশিক্ষণের সুযোগ। দেশের প্রতিরক্ষা গবেষণা এবং এবং উন্নয়ন প্রতিষ্ঠান (ডিআরডিও)-এর দু’টি ল্যাবরেটরিতে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
ডিফেন্স ল্যাবরেটরি যোধপুর (ডিএলজে) এবং সায়েন্টিফিক অ্যানালিসিস গ্রুপ (এসএজি)-এ পড়ুয়াদের প্রতিরক্ষা গবেষণা বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে হবে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার। ল্যাবরেটরি প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, প্রযুক্তি নির্ভর তথ্য আদানপ্রদানেও প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। প্রশিক্ষণ চলবে ছ’মাস।
আরও পড়ুন:
-
সত্যান্বেষণে আগ্রহী! ব্যোমকেশ বা ফেলুদার মতো নয়, বাঁধা-বেতনে গোয়েন্দার চাকরি মিলবে কী করে?
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মীর খোঁজ, পোস্টিং কলকাতা ও হলদিয়ায়, বেতন মিলবে লক্ষাধিক টাকা
-
মেডিক্যালে স্নাতকে এখনও আসন খালি! ভর্তির কাউন্সেলিংয়ে যোগ হল আরও দু’টি রাউন্ড
-
দামোদর ভ্যালি কর্পোরেশন কর্মী প্রয়োজন, কোন পদের জন্য করা যাবে আবেদন?
ডিএলজে-তে প্রশিক্ষণের জন্য মাসে ৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। এসএজি-তে প্রশিক্ষণের জন্য ছ’মাসে মোট বৃত্তি দেওয়া হবে ৩০,০০০ টাকা। ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৭৫ থেকে ৮৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁরা স্নাতক বা স্নাতকোত্তরে চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও এ জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহীদের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে হবে। ১৯ ডিসেম্বর এসএজে এবং ২৩ ডিসেম্বর ডিএলজে-তে প্রশিক্ষণের জন্য আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য নির্বাচন করা হবে।
আরও পড়ুন:
-
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৪৫ জন কর্মী প্রয়োজন, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু?
-
এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড খুঁজছে অভিজ্ঞ পেশাদার, বার্ষিক বেতন ২৭ লক্ষ টাকারও বেশি
-
পার্শ্ববর্তী রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, শূন্য আসনের সংখ্যা কত?
-
জনগণের উন্নতির লক্ষ্যে কাজ করতে চাইলে পড়তে হবে পাবলিক পলিসি নিয়ে! চাকরির সুযোগ কেমন?