গবেষণার সুযোগ দেবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে। বিভিন্ন বিভাগে বেশ কিছু শূন্য আসন রয়েছে। গবেষণায় ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১টি বিষয়ে পিএইচডি করা যাবে। গবেষণার সুযোগ মিলবে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, পরিবেশবিজ্ঞান, জৈবপ্রযুক্তি, বায়োইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ফার্মাসি, এডুকেশন নিয়ে। আসনসংখ্যা ১২৪।
সমস্ত বিষয়ের ক্ষেত্রেই স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে। তবে প্রতি বিষয়ের জন্য যোগ্যতার আলাদা মাপকাঠিও রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
-
সত্যান্বেষণে আগ্রহী! ব্যোমকেশ বা ফেলুদার মতো নয়, বাঁধা-বেতনে গোয়েন্দার চাকরি মিলবে কী করে?
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মীর খোঁজ, পোস্টিং কলকাতা ও হলদিয়ায়, বেতন মিলবে লক্ষাধিক টাকা
-
মেডিক্যালে স্নাতকে এখনও আসন খালি! ভর্তির কাউন্সেলিংয়ে যোগ হল আরও দু’টি রাউন্ড
-
দামোদর ভ্যালি কর্পোরেশন কর্মী প্রয়োজন, কোন পদের জন্য করা যাবে আবেদন?
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। সংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৭৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ১০০০ টাকা। আগামী ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন।
কোর্সে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগামী ২২ ডিসেম্বর হবে প্রবেশিকা পরীক্ষা। ২৩ ডিসেম্বর আয়োজন করা হবে ইন্টারভিউয়ের। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।