স্বল্প মেয়াদে গবেষণার কাজের জন্য কর্মী খুঁজছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস) । বিজ্ঞান বিষয়ে পিএইচডি যোগ্যতাসম্পন্নেরাই আবেদন করতে পারবেন। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের স্কুল অফ মেটিরিয়াল সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। গবেষণামূলক কাজ হবে ‘ন্যানোক্রিস্টাল হেটারোস্ট্রাকচারস’-এর উপর। প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে তিন বছর। তবে প্রয়োজনে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তের সাম্মানিক হবে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য মেটিরিয়ালস সায়েন্স-এ পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও অন্য শর্ত রয়েছে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।