পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মখালি। সমিতিতে ন্যাশনাল আরবান হেল্থ মিশনের অধীনে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীদের এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে।
রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে পাবলিক হেল্থ ম্যানেজার নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৫টি। নিযুক্তদের রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা পুরসভায় কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের মাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রার্থীদের ডেন্টাল বা নার্সিংয়ে স্নাতক থাকতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়া অন্য যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে, যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৭ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।