রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। সংস্থায় নানা ম্যানেজেরিয়াল পদে কর্মী প্রয়োজন।
সংস্থায় নিয়োগ করা হবে সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং সিনিয়র জেনারেল ম্যানেজার পদে। শূন্যপদ ৪৩টি। তাঁদের সংস্থার প্রযুক্তি বিভাগে কাজের দায়িত্ব সামলাতে হবে।
বিভিন্ন পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। ই-৪, ই-৫ এবং ই-৬ গ্রেডের এই পদগুলিতে নিযুক্তদের বেতন হবে সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই।
আরও পড়ুন:
সমস্ত পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন পেশাগত অভিজ্ঞতারও। প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠিগুলি জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
বিভিন্ন পদে নিয়োগের জন্য এমসিকিউধর্মী প্রশ্নের উপর যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। তবে নানা পদে আবেদনের জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।