ফের মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির জন্য যোগ করা হল বেশ কিছু সংখ্যক আসন। নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে ১০০-রও বেশি আসন যুক্ত করা হবে বলে জানিয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)।
গত সপ্তাহে শুরু হয়েছে নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া। এর পর চলতি সপ্তাহের শুরুতে এমসিসি-র তরফে স্নাতকোত্তরে ভর্তির জন্য নতুন করে আরও ২,৬২০টি আসন যোগ করা হয়। তাতে কাউন্সেলিংয়ের অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র মাধ্যমে ভর্তির জন্য আসনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২,০৮০টি। সপ্তাহ শেষ হতে না হতেই ফের অতিরিক্ত ১৩৫টি আসন যোগ করা হল নিট পিজি-র কাউন্সেলিংয়ে।
আরও পড়ুন:
নয়া ঘোষণা অনুযায়ী, মেডিক্যাল স্নাতকোত্তরের জন্য অসম, ছত্তীসগঢ়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, তেলঙ্গনা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কলেজগুলিতে অতিরিক্ত আসন যোগ করা হয়েছে। মোট আসনসংখ্যা ১৩৫। এর মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে সর্বাধিক আসন—৪৬টি।
এমডি বা এমএস স্তরে নানা বিষয়ের মধ্যে রেডিয়োডায়গনোসিস-এই রয়েছে বেশি সংখ্যক আসন।
কী ভাবে নিজেদের পছন্দের কোর্স বা কলেজ বেছে নেবেন?
১) চলতি বছরে নিট পিজি উত্তীর্ণদের এ জন্য এমসিসি-র ওয়েবসাইট-এ যেতে হবে।
২) সেখানে নিজেদের লগ ইন আইডি দিয়ে ঢুকে ‘চয়েস ফিলিং ও চয়েস লকিং’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) এর পর ‘কনফারমেশন পেজ’টি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।