পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
জেলায় নিয়োগ হবে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কাউন্সেলর এবং কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট (আরবান) পদে। শূন্যপদ ১৫১টি। বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছে ৪০ বা ৬৭ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নানা পদে নিযুক্তদের পারিশ্রমিক হতে পারে মাসে ১৩,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
-
ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের সুযোগ দেবে ডিআরডিও! আবেদনের কী ভাবে?
-
মেডিক্যাল স্নাতকোত্তরে ফের যোগ হল ১৩৫টি আসন, ঘোষণা মেডিক্যাল কাউন্সেলিং কমিটি-র
-
১৯টি বিষয়ে পিএইচডি-র সুযোগ মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে! আবেদন কী ভাবে?
-
এনএইচআইডিসিএল-এ উচ্চপদে ৪৩ জন কর্মীর খোঁজ! কোন যোগ্যতায় করা যাবে আবেদন?
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন এক বছরের ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশনও। একই ভাবে বাকি পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।