Advertisement
E-Paper

নেট পরিষেবা ছড়াতে বাজি হটস্পট

মোবাইলে কথা বলার চেয়ে নেটের চাহিদা বৃদ্ধি এখন অনেক জায়গাতেই বেশি। ফলে ব্যস্ত জায়গায় দ্রুতগতির নেট পরিষেবা দিতে ‘ওয়াই-ফাই হটস্পট’ তৈরির নতুন পথে হাঁটছে ভোডাফোন, এয়ারটেল, রিলায়্যান্স জিও, বিএসএনএলের মতো সংস্থা। আবার এক সময়ে পথে বেরিয়ে ফোন করার সুবিধা দিতে সর্বত্র গড়ে ওঠা ‘পিসিও’-র ধাঁচেই আমজনতার জন্য ওয়াই-ফাই হটস্পট গড়তে পাইলট প্রকল্পের কথা জানিয়েছে ট্রাই।

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৯:৪০
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্টারনেট পরিষেবাকে আমজনতার আরও বেশি নাগালের মধ্যে আনতে ওয়াই-ফাই হটস্পটই এখন ভরসা বিভিন্ন টেলি পরিষেবা সংস্থার, এমনকী ট্রাইয়েরও।

মোবাইলে কথা বলার চেয়ে নেটের চাহিদা বৃদ্ধি এখন অনেক জায়গাতেই বেশি। ফলে ব্যস্ত জায়গায় দ্রুতগতির নেট পরিষেবা দিতে ‘ওয়াই-ফাই হটস্পট’ তৈরির নতুন পথে হাঁটছে ভোডাফোন, এয়ারটেল, রিলায়্যান্স জিও, বিএসএনএলের মতো সংস্থা। আবার এক সময়ে পথে বেরিয়ে ফোন করার সুবিধা দিতে সর্বত্র গড়ে ওঠা ‘পিসিও’-র ধাঁচেই আমজনতার জন্য ওয়াই-ফাই হটস্পট গড়তে পাইলট প্রকল্পের কথা জানিয়েছে ট্রাই।

সাধারণত তারযুক্ত (ব্রডব্যান্ড) ও তারবিহীন (ওয়্যারলেস), দু’ভাবে নেট মেলে। প্রথমটির ক্ষেত্রে কেব‌্ল বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গ্রাহকের ঘরে একটি যন্ত্রেই তা পৌঁছে দেয় টেলিকম বা কেব‌্ল টিভি সংস্থা। অন্য দিকে, মোবাইল পরিষেবা তারবিহীন। তবে ব্রডব্যান্ডও তারবিহীন করা যায় ‘ওয়াই-ফাই’ মারফত। সে ক্ষেত্রে তারের মাধ্যমে আসা নেট পরিষেবা নির্দিষ্ট যন্ত্র (রাউটার) থেকে তারবিহীন পদ্ধতিতে নির্দিষ্ট এলাকার (সাধারণত ১০ মিটার ব্যাসার্ধের) মধ্যে ছড়ায়। একাধিক যন্ত্রে তখন নেটের সুবিধা মেলে। নেটের চাহিদা বেশি, এমন এলাকায় এ ধরনের বিশেষ ওয়াই-ফাই অঞ্চল (হটস্পট) গড়ছে টেলিকম সংস্থাগুলি। গ্রাহক সেখানে মোবাইলের নেট বন্ধ রেখে ওই হটস্পটে ঢুকে অনেক বেশি গতির নেট পরিষেবা পেতে পারেন।

খতিয়ান

• ভারতে এখন ওয়াই-ফাই হটস্পট প্রায় ৩১ হাজার
• ২০১৮ সালে তা ২ লক্ষ ছাড়াবে, পূর্বাভাস টেলিকম শিল্পের
• বিএসএনএলের ক্যালকাটা সার্কেলে চালু ২৪টি ও রাজ্য সার্কেলে ৬’টি
• দিল্লি ও মুম্বইয়ে ভোডাফোনের প্রায় ২৫০টি হটস্পট রয়েছে
• এয়ারটেলের রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, মেঙ্গালুরু, হায়দরাবাদে
• পূণে, আমদাবাদের মতো কিছু শহরে পাইলট প্রকল্প হিসেবে চালু করেছে আইডিয়া

ভোডাফোন, এয়ারটেল, জিও, সকলেই বিভিন্ন প্রান্তে ৪জি প্রযুক্তির এমন হটস্পট চালু করেছে। বেশ কিছু জায়গায় এখন ৪.৫জি মানের পরিষেবা চালু করেছে বিএসএনএল। ক্যালকাটা টেলিফোন্সের চিফ জেনারেল ম্যানেজার এসপি ত্রিপাঠী জানান, মাস দেড়েকে ১৩৩টি এমন হটস্পট চালু করবেন তাঁরা। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ পাল জানান, ২০১৭-’১৮ সালে পর্যটন কেন্দ্র-সহ ১১২২টি জায়গায় এই সুবিধা মিলবে।

টেলিকম শিল্পের বক্তব্য, ব্যস্ত জায়গায় কম খরচে এই ওয়াই-ফাই হটস্পট গড়লে কিছু গ্রাহক দ্রুতগতির পরিষেবা পেতে পারেন। সংস্থাটির পরিকাঠামোর উপরও চাপ কমে।

Internet Hot Spot WiFi TRAI ট্রাই
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy