আবাসনের ভিতরে ডিজিটাল পরিকাঠামোর যাতে উন্নতি করা যায়, সে দিকে জোর দিচ্ছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। তার উপর ভিত্তি করে আবাসনের মূল্যায়নের (রেটিং) সিদ্ধান্ত নিয়েছিল তারা। এ বার সেই মূল্যায়নের মাপকাঠিগুলি প্রকাশিত হল। ট্রাই জানিয়েছে, সেই মানদণ্ড দেখে প্রকল্প তৈরি করতে পারবে আবাসন নির্মাতা সংস্থাগুলি। নিয়ন্ত্রকের ব্যাখ্যা, গ্রাহক যে ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তার ৮০ শতাংশই হয় তাঁদের বাড়ি থেকে। ফলে সেই পরিকাঠামোর উন্নতি প্রয়োজন। এই মূল্যায়নের উপর ভিত্তি করেও বাড়ি কেনার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ক্রেতার।
ডিজিটাল পরিকাঠামোর এই নিয়মের নাম ‘ডিজিটাল কানেকটিভিটি রেগুলেশন, ২০২৪। ট্রাই জানিয়েছে, ওয়্যারলেস ডেটা, ওয়াইফাই পরিকাঠামো, ভয়েস কলের স্পষ্টতা, ফাইবার পরিকাঠামো-সহ বিভিন্ন মাপকাঠি রয়েছে এর মধ্যে। নিয়ন্ত্রকের চেয়ারম্যান অনিল কুমার লাহোটি জানান, এখন উন্নত ডিজিটাল পরিকাঠামো কোনও বিশেষ সুবিধা নয়। অত্যাবশ্যক একটি বিষয়। এই মাপকাঠি চালুর ফলে এ বার থেকে যে কোনও গ্রাহক তাঁর আবাসনের মূল্যায়ন করতে পারবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)