গত মাসেও দেশে বিক্রি তেমন বাড়ল না যাত্রিবাহী গাড়ির। তবে রফতানি বাড়ল প্রায় ৮.৭%। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানাল, ৬৭ হাজারের বেশি গিয়েছে আন্তর্জাতিক বাজারে। যদিও এই সময়ে দেশে গাড়ি তৈরির সংখ্যা বাড়েনি। সংশ্লিষ্ট মহলের দাবি, এতে দেশীয় চাহিদায় ভাটা স্পষ্ট। সিয়ামের ডিরেক্টর জেনারেল রাজেশ মেনন জানান, নানা কারণে জুলাইয়ে দেশে গাড়ির চাহিদা ছিল অপরিবর্তিত। এখন নির্মাতা সংস্থাগুলির চোখ আসন্ন উৎসবের মরসুমে।
সিয়ামের তথ্য বলছে, শুধু যাত্রিবাহী গাড়ি নয়, সব রকম গাড়ি মিলিয়েই জুলাইতে রফতানি বেড়েছে ৩০.৫%। অথচ দেশের চাহিদা বৃদ্ধি থমকায় ৭.৮ শতাংশে। এর আগে গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডাও দাবি করে, গত মাসে বিপণিগুলি থেকে গাড়ি বিক্রির হার গত বছরের নিরিখে তেমন বাড়েনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)